লোকসভাতে ভরাডুবি! কিন্তু বিধানসভায় ভালো পারফরম্যান্স বিজেপির, এগিয়ে গেলেন শুভেন্দুরা

বাংলা হান্ট ডেস্ক: লোকসভা ভোটে (Lok Sabha Election) ফলাফল প্রকাশের পরই দেখা গিয়েছে যে বাংলায় (West Bengal) ভালো পারফরম্যান্স করতে পারেনি বিজেপি। মূলত, অন্যান্য নির্বাচনগুলির তুলনায় তাদের ফলাফল এবার যথেষ্ট প্রভাবিত হয়েছে। যদিও, ফলাফলের দিক থেকে ভরাডুবি ঘটলেও এবার রাজ্যের বিরোধী দল পেল সান্ত্বনা পুরস্কার। বর্তমানে, রাজ্যে বিজেপির বিধায়কের সংখ্যা হল ৭৬। ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপি জিতেছিল ৭৭ টি আসন। কিন্তু, ধূপগুড়ির উপ-নির্বাচনে হেরে যাওয়ায় সেই সংখ্যা ১ টি কমেছে।

তবে, ভোটের সামগ্রিক রেজাল্টের পরিপ্রেক্ষিতে দেখা গিয়েছে যে রাজ্যের ৯০ টি বিধানসভায় লিড পেয়েছে গেরুয়া শিবির। অর্থাৎ, সোজা কথায়, বিধানসভায় বর্তমানে তাদের যা শক্তি (৭৬) সেই তুলনায় ১৪ টি বেশি আসনে এগিয়ে রয়েছে রাজ্যের বিরোধী দল। এদিকে, এই লিড বিভিন্ন ক্ষেত্রে পাল্টেছে। অর্থাৎ, কোথাও কোথাও এই লিডের পরিমাণ তৃণমূল অথবা বাম-কংগ্রেস থেকে অনেকটাই বেশি রয়েছে। আবার কোথাও, এর ব্যবধান এক্কেবারে কম রয়েছে।

BJP's good performance in the assembly.

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০১৯ সালের লোকসভা ভোটের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে বিজেপি জিতেছিল ১৮ টি আসন। সেই হিসেবে বিজেপি শতাধিক বিধানসভা আসনে এগিয়েছিল। যার ফলে, একুশের ভোটে রাজ্যের বিরোধীদল যথেষ্ট শক্তিশালী হয়ে মাঠে নেমেছিল। যদিও শেষ পর্যন্ত ফলাফল হয়ে যায় উল্টো। কারণ, সেক্ষেত্রে বিজেপির ভোট ২ শতাংশ কমে যাওয়ার পাশাপাশি বিধানসভায় তারা মাত্র ৭৭ টি আসন জিতেছিল।

আরও পড়ুন: ৮ উইকেটে জিতেও মিলছে না স্বস্তি! পাকিস্তান ম্যাচের আগে এই চিন্তায় ঘুম উড়েছে রোহিতদের

এদিকে, এবারে লোকসভা নির্বাচনে ২০১৯ সালের তুলনায় ৬ টি আসন কম পেয়েছে বিজেপি। রাজ্যে মাত্র দু’টি লোকসভা আসনে বিজেপি এবার ৭ টি বিধানসভার ৭ টিতেই জিততে সক্ষম হয়েছে। সেই দুটি লোকসভা আসন হল তমলুক ও আলিপুরদুয়ার। এদিকে, দার্জিলিং লোকসভার ক্ষেত্রে ৭ টি বিধানসভার মধ্যে ৬ টিতে জিতেছে তারা। এদিকে, রানাঘাট ও বনগাঁতেও ৬ টি করে বিধানসভায় বিজেপি লিড পেয়েছে।

আরও পড়ুন: জানলে হবে না বিশ্বাস! ৮৫ বছরের ইতিহাসে প্রথমবার এই নজির গড়ল CRPF

এমতাবস্থায়, বিজেপির সামগ্রিক পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে তৃণমূলের নেতৃত্বদের একাংশ মনে করছে বাম-কংগ্রেস তৃণমূলের ভোট কিছুটা কেটে নেওয়ায় তার সুবিধা পেয়ে গিয়েছে বিজেপি। যদিও, এটা ঠিক যে, বাংলায় গত লোকসভা নির্বাচনের তুলনায় বিজেপির ভোট শতাংশ কমলেও বিধানসভা নির্বাচনে নিরিখে এই পরিসংখ্যান সামান্য বৃদ্ধি পেয়েছে। আমরা যদি, ২১ সালের বিধানসভা ভোটের পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে বিজেপি বঙ্গে ভোট পেয়েছিল ৩৮.১৫ শতাংশ। যেটি এবার লোকসভা ভোটে বেড়ে হয়েছে ৩৮.৭৩ শতাংশ।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর