র‍্যালি বন্ধ, নো পরোয়া! ডিজিটাল প্রচারের ব্যাপক পরিকল্পনা বিজেপির, ময়দানে নামল যোগী সেনা

বাংলাহান্ট ডেস্কঃ নির্ঘন্ট ঘোষণা হতেই উত্তর প্রদেশ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রতিটি শিবির। ফেব্রুয়ারিতেই রয়েছে বিধানসভা নির্বাচন। এবিষয়ে বিজেপির (bjp) আইটি সেলের প্রধান অমিত মালব্য জানান, ডিজিটাল যুদ্ধের রণকৌশল তৈরি বিজেপির।

অমিত মালব্য আরও বলেন, আগেও অনেক নির্বাচনে ডিজিটাল মিডিয়াকে ব্যবহার করা হয়েছে এবং বিজেপি জিতেও দেখিয়েছে। এটা নতুন কিছু নয়। ডিজিটাল মিডিয়াকে কাজে লাগিয়ে নির্বাচনী লড়াইয়ে নামার জন্য প্রস্তুত আমরা। জাতীয় স্তর থেকে রাজ্য স্তর এবং নেতৃত্ব থেকে বুথ স্তর- সবদিক থেকেই ডিজিটাল লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে বিজেপি। সাড়ে ৬ লাখেরও বেশি দলীয় কর্মী এই কাজের সঙ্গে গত কয়েক মাস ধরে যুক্ত রয়েছেন। বিহার, বাংলার মতো রাজ্যে পরীক্ষা করেছি, নিচুতলার মানুষের কাছে পৌঁছানোর সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

IMG 20210608 191258

জানা গিয়েছে, প্রস্তুত রয়েছে একটা বাহিনী। ১৫ হাজারেরও বেশি আইটি সেলের কর্মী যুক্ত রয়েছেন উত্তর প্রদেশই বিজেপির আইটি সেলের সঙ্গে। আর এদের মধ্যে অনেকেই ডিজিটাল মাধ্যমে নির্বাচনী লড়াইয়ের জন্য প্রশিক্ষিত। কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি শিবির।

ডিজিটাল মিডিয়াকে হাতিয়ার করে প্রধানমন্ত্রীর ভাষণ একই সঙ্গে এলইডি স্ক্রিন এবং ডিজিটাল মিডিয়ার মাধ্যমে গোটা উত্তর প্রদেশ দেখতে পারবে। প্রধানমন্ত্রীর এক জায়গায় দাঁড়িয়ে দেওয়া বক্তৃতা স্যাটেলাইটের সঙ্গে যুক্ত থাকবে এবং স্যাটেলাইটের মাধ্যমে ছড়িয়ে যাবে সর্বত্রই। ইতিমধ্যেই দিল্লী এবং লখনউতে ভার্চুয়াল নির্বাচনী প্রচারের জায়গাগুলো তৈরির কাজ শুরু করেছে বিজেপি শিবির।

শুধু তাই নয়, দলের বিধায়ক, সাংসদ এবং দলের অন্যান্য নেতাদের ফেসবুক এবং ট্যুইটারের পেজের মাধ্যমে, এমনকি ১৫ হাজারের বেশি আইটি সেলের কর্মীরা এটিকে লাইভও করবেন। পাশাপাশি বিজেপির এক লাখেরও বেশি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সেটা আরও কর্মীদের কাছে ছড়িয়ে যাবে।


Smita Hari

সম্পর্কিত খবর