জি২০ বিষয়ক আলোচনায় ফের বৈঠকে বসল বিজেপির সংসদীয় দল। বিস্তারিত উপস্থাপনা বিদেশমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি জি২০ সভাপতিত্ব (G20 Presidency) অর্জন করেছে  ভারত (India)। আগামী বছর সেপ্টেম্বরে দিল্লিতে ( Delhi) জি২০ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজ সেইনিয়ে ফের বৈঠকে বসল বিজেপির সংসদীয় দল। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এদিনের বৈঠকে অংশ নিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রহ্লাদ জোশি, অর্জুন রাম মেঘওয়াল, ভি মুরলীধরণ, ধর্মেন্দ্র প্রধান, নরেন্দ্র সিং তোমর প্রমুখ। এছাড়াও দেশের বিভিন্ন রাজ্যের বিজেপি সাংসদরাও এই বৈঠকে অংশগ্রহণ করেন।

সূত্রের খবর, বৈঠকে জি-২০ প্রস্তুতির পাশাপাশি আরও নানা বিষয়ে আলোচনা হয়েছে। এদিনের বৈঠকে প্রধানমন্ত্রীর সামনেই জি২০ সম্মেলন নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S. Jaishankar)। জানা গিয়েছে, গোটা  দেশ জুড়ে প্রায় ২০০ টি জি২০ বৈঠকের আয়োজন করা হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গে তিন-চারটি বৈঠক আয়োজন করা যেতে পারে বলেও জানানো হয়েছে।

bjp's meet

এদিনের বৈঠক শেষে এই প্রসঙ্গে, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি (Pralhad Joshi) জানান , “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাষ্ট্রপুঞ্জে ভারত সরকারের লেখা চিঠির প্রেক্ষিতেই আন্তর্জাতিক মিলেট ইয়ার ২০২৩ পালিত হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী দু’টি বিষয়ের কথা জানিয়েছেন। প্রথমত, আমরা বাজরার মাধ্যমে পুষ্টি অভিযানের প্রচার করতে পারি। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী আরও বলেছেন জি-২০ অতিথিদের জন্য ডিনারে বা যেখানেই সম্ভব বাজরার আইটেম রাখা যেতে পারে যাতে তাঁরা বাজরার গুরুত্ব বুঝতে পারেন।” সেইমত এই দুটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হবে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর