বাংলাহান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) ছবিতে লেপে দেওয়া হল গোবর, ছিঁড়ে ফেলা হল বিজেপির (bjp) পোস্টার। শিলিগুড়ি পুরসভার বিভিন্ন জায়গায় বিজেপি বিরোধী আচরণের অভিযোগের তীর বাম- তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার করে, উলটে বিজেপিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে শাসক শিবির।
বাংলায় চলছে নির্বাচনী মরশুম। প্রথম এবং দ্বিতীয় দফার নির্বাচনের পর এবার তৃতীয় দফার দিকে তাকিয়ে গোটা বাংলা। দিকে দিকে চলছে প্রচার, জনসভা, রোড শো। আর অন্যদিকে চলছে ব্যানার, ফ্লেক্স এবং লিফলেট বিলির লড়াই। এরই মধ্যে শিলিগুড়ি পুরসভার ১৬, ২১ নং ওয়ার্ডের বিজেপির পোস্টার ছিঁড়ে ফেলা এবং ১৬ নং ওয়ার্ডে ব্যানারে প্রধানমন্ত্রীর ছবিতে গোবর লেপে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়াল রাজনৈতিক মহলে।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ করে শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ জানিয়েছেন, ‘শিলিগুড়িতে কোন দিন এই ধরণের নোংরা রাজনীতি হয়নি। এখন রাজনীতিতে নোংরা, অপসংস্কৃতি ভরে গিয়েছে, যা একেবারেই শোভন নয়। যারা এবারের নির্বাচনে বিরাট ব্যবধানে হারতে চলেছে, তারাই এধরণের আচরণ করছে’।
তিনি আরও বলেন, এটা কোন নতুন বিষয়ে নয়। এর আগেও রাতের অন্ধকারে পোস্টার লাগানোর কাজ করেছে বিরোধীরা। হেরে যাওয়ার ভয়ে এসব করছে বিরোধীরা। আমরা নির্বাচন কমিশনে গোটা ঘটনার বিবরণ লিখিত জানাব’।
অন্যদিকে এইবিষয়ে বিজেপিকেই উল্টে কোণঠাসা করেছে তৃণমূল। শিলিগুড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্র জানিয়েছেন, ‘বিজেপি সস্তা প্রচারের লোভে এসমস্ত করছে। এধরনের আচরণ একেবারেই শোভন নয় রাজনীতিতে। এই ধরণের আচরণের সঙ্গে তৃণমূল একেবারেই যুক্ত নয়। বিজেপিরা এসব করেছে। এখন এসব নিয়ে শুধু রাজনীতি করছে’।
অন্যদিকে বাম নেতা ও শিলিগুড়ির বিদায়ী বিধায়ক অশোক ভট্টাচার্য দাবি করেছেন, ‘বিজেপির ব্যানার ছেঁড়ার কোন দরকার নেই আমাদের। এটা আমাদের সংস্কৃতিও নয়। আমরা এমনিতেই শিলিগুড়িতে জিতব’।