বাংলা দখলের লড়াই শাসকদল তৃণমূল ও প্রধান বিরোধী দল বিজেপি (BJP) আদা জল খেয়ে নির্বাচনী প্রচারের ময়দানে নেমে পড়েছে। সেই মত আজ মানবাজারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (abhishek Bandopadhyay) সভা ছিল। অন্যদিকে একই এলাকায় চলছিল বিজেপির পরিবর্তন যাত্রার রথ। সেখানেই ঘটল বিপত্তি। মানবাজারে বিজেপির পরিবর্তন যাত্রার রথে ব্যাপক ভাঙচুর চলে। স্বাভাবিক ভাবে সেই অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। যাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
মঙ্গলবার মানবাজারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পরেই ওই রাস্তা দিয়ে ফিরছিল বিজেপির পরিবর্তন যাত্রার রথ। বাংলার নয়টি জেলায় পরিক্রম করে ওই রথ (Rath) ফিরছিল পুরুলিয়ায়।অভিযোগ সেই সময় হামলা চালানো হয় বিজেপির পরিবর্তন যাত্রার রথে। সামনের কাচ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। তাদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ওই রথের মধ্যে কয়েকজন বিজেপি নেতৃত্ব ছিলেন বলেও জানা যাচ্ছে। ঘটনা প্রসঙ্গে বিজেপির বাংলার সহ পর্যবেক্ষক অমিত মালব্য মন্তব্য করেন ‘পিসি এত ভয় কেন পাচ্ছেন ?”
অন্যদিকে বিজেপির তোলা সমস্ত অভিযোগ একবারে খারিজ করেছে তৃণমূল নেতৃত্ব। শাসকদলের দাবি, বিজেপি নিজেরাই ষড়যন্ত্র চালিয়ে এই ঘটনা ঘটিয়েছে। এমনকি বাংলার মানুষ তা মেনে নেবে না বলে কটাক্ষ করে তৃণমূল।
উল্লেখ্য, বিজেপির ওই রথের চালক জানান, “তিনি আগেই বলেছিলেন যে এই স্থানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি জনসভা রয়েছে, কিন্তু বিজেপি নেতৃত্বরা ওই পথ দিয়েই যাওয়ার নির্দেশ দেন। কার্যত এর ফলেই তৃণমূল-বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।”