পাচার করতেন গোপন খবর! পাক সেনার গুপ্তচরকে খতম করল BLA, দেওয়া হল কড়া বার্তা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ভারত-পাক উত্তেজনার মধ্যেই পাকিস্তানে (Pakistan) ক্রমশ দাপট দেখাচ্ছে বালোচ লিবারেশন আর্মি। ইতিমধ্যেই BLA দাবি করেছে যে, তারা পাকিস্তানি সামরিক ও গোয়েন্দা সাইটগুলিকে “টার্গেট” করে পাক অধিকৃত বালোচিস্তানের ৫১ টিরও বেশি স্থানে ৭১ টি হামলা চালিয়েছে। ঠিক এই আবহেই এবার একটি নতুন আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, তারা জিওয়ানিতে একজন গুরুত্বপূর্ণ তথ্য পাচারকারীকে খতম করছে। ইতিমধ্যেই এই প্রসঙ্গে একটি বিবৃতি সামনে এনেছে বালোচ লিবারেশন আর্মি। যেখানে সমগ্র বিষয়টি উপস্থাপিত করা হয়েছে।

পাক সেনার গুপ্তচরকে খতম করল BLA:

ওই বিবৃতিতে জানানো হয়েছে যে, “১২ মে ভোর ৫ টা বেজে ৩০ মিনিটে, আমাদের যোদ্ধারা জিওয়ানির শেহজাদা বাজারে একটি সংঘবদ্ধ আক্রমণ চালায়। যেখানে পাকিস্তানের (Pakistan) গোয়েন্দা সংস্থার একজন গুরুত্বপূর্ণ তথ্য পাচারকারী, মোল্লা শরিফ (পিতা সৈয়দ) গুলিবিদ্ধ হন।” এমতাবস্থায়, মোল্লা শরিফ গত এক দশক ধরে বালোচিস্তান দখলকারী পাকিস্তানি সেনাবাহিনী, কোস্টগার্ড এবং সামরিক গোয়েন্দা সংস্থার এজেন্ট ছিলেন বলেও জানা গিয়েছে। এর পাশাপাশি তিনি এমআই অফিসার আবদুল্লাহ লোধানা ওরফে উমরের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলেও জানানো হয়।

BLA kills Pakistan army agent.

বিবৃতিতে বলা হয়েছে, “মোল্লা শরিফ সরাসরি বালোচ যুবকদের জোরপূর্বক গুম, স্থানীয়দের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় তথ্য সংগ্রহ এবং বালোচ জনগণের ওপর আর্থিক চাপ প্রয়োগের মতো গুরুতর অপরাধের সাথে জড়িত ছিলেন। তিনি বুলেদার বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে জিওয়ানিতে বসবাস করছিলেন।” এর পাশাপাশি তিনি দখলদার বাহিনীর স্বার্থ রক্ষার জন্য কাজ করছিলেন বলেও জানা গিয়েছে।

BLA kills Pakistan army agent.

এরপরেই বালোচ লিবারেশন আর্মি সতর্ক করে কড়াভাবে জানিয়ে দেয়, “BLA জিওয়ানি এবং তার আশেপাশের এলাকার জনগণকে স্পষ্ট করে বলছে যে, যদি কোনও বালোচ ব্যক্তিকে দখলদার সেনাবাহিনী বা তার অধীনস্থ প্রতিষ্ঠান বা প্রতিনিধিদের সাথে সহযোগিতা করতে দেখা যায় কিংবা তাদের সাথে ভ্রমণ করতে দেখা যায় অথবা তাদের যানবাহন সরবরাহ করতে দেখা যায়, তবে সেক্ষেত্রে কোনওরকম সহনশীলতা দেখানো হবে না।”

আরও পড়ুন: ভারতের প্রত্যাঘাতেই পাকিস্তানে ভূমিকম্প? নয়া আতঙ্ক গ্রাস করছে পড়শি দেশকে

বিবৃতিতে বলা হয়, “বারবার সতর্ক করা সত্বেও কিছু ব্যক্তি শত্রুর পক্ষে রয়েছে এবং কোস্টগার্ডকে যানবাহন সরবরাহ করার ক্ষেত্রে সহায়তা করছে। আজ থেকে, যদি কেউ শত্রুকে সাহায্য করে বা তাদের পক্ষ নেয় সেক্ষেত্রে তার পরিণতিও মোল্লা শরিফের মতোই হবে।” বিবৃতির শেষে জানানো হয়, “BLA মুক্ত ও স্বাধীন বালোচিস্তান প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়।”

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X