বাংলাহান্ট ডেস্কঃ ভারত (India) চীন (China) সীমান্তের লাদাখে চাইনিজ সেনার হামলায় বিষয়ে চীনা পণ্য বর্জনের আওয়াজ উঠছে। ভারতে ব্যবসাও করবে, আবার ভারতের উপর জুলুমবাজিও করবে, সেই কারণে চীনের বিরুদ্ধে দিনে দিনে ক্ষোভ বাড়ছে। এই বিষয়কে কেন্দ্র করে ভারতে চীনা পণ্য বর্জনের জন্যও সোচ্চার হয়েছে বহুমানুষ।
চীনা দ্রব্য বর্জনের বিরুদ্ধে সরব হয়েছে দেশের বিভিন্ন স্তরের মানুষজন। স্যোশাল মিডিয়ায় বিভিন্ন পদক্ষেপ অবলম্বন করে চীনা দেব্য বর্জন করে আত্মনির্ভর হওয়ার অঙ্গীকার নিচ্ছে ভারতবাসী।
‘# Boycott Chinese Products’
সীমান্ত এলাকায় চাইনিজ সেনাদের কাবু করার জন্য প্রতিনিয়তই নজর রাখা হচ্ছে। আবার স্যোশাল মিডিয়ায় ‘# Boycott Chinese Products’ লেখাও ঘুরে বেড়াচ্ছে। চীনকে উচিত শিক্ষা দিতে চীনা দ্রব্য বর্জনের দাবীতে সোচ্চার হয়েছে বলিউড, কমিডিয়ান টিকিটক স্টার সকলেই। শিক্ষাবিদ এবং ইনোভেটর সোনাম ওয়াং চু ‘মেড ইন চায়না’ বর্জনের সূত্রপাত করেন। তিনি বলেন, বর্তমানে ওষুধ উৎপাদনের জন্য কাচা মাল, ইলেক্ট্রনিক্স আইটেমের মতো বেশ কিছু জিনিসের উৎপাদন ভারতে কম হওয়ার কারণে,আমরা চীনের উপর নির্ভরশীল।
বাড়াতে হবে দেশীয় পণ্য ব্যবহার
তিনি আরও জানান, চীন ভারতের নরম মন নিয়ে খেলা করছে। সীমান্ত এলাকায় সংঘর্ষের মধ্যে ভারতের পক্ষে ঘুরে দাঁড়ানো কিছুটা মুসকিল হলেও, এটি সঠিক সময় কিছু করে দেখানোর। বর্তমান সময়ে আমাদের দেশীয় জিনিসের উপর বেশি গুরুত্ব দিতে হবে। দেশীয় দ্রব্যে যদি মানুষের চাহিদা মিটে যায়, তাহলে চীন বড়সড় ধাক্কা পাবে।
চীনের বিরুদ্ধে আত্মনির্ভর ভারত গড়ে তুলতে হবে
এতদিন ধরে সফটওয়ার সেক্টরে ফকাস বেশি ছিল আমাদের দেশের। তবে এবার চিফও বানানোর সময় এসে গেছে। চীন যেভাবে স্যোশাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে চীন ভারতের বাজারে আধিপত্য বিস্তার করে নিয়েছে, তাতে করে মানুষের গোপনীয়তাও উলংঘিত হতে পারে। এই বিষয়টা নিয়েও ভাবতে হবে। দেশের বিশেষজ্ঞদের মতে, চীনা দ্রব্য এখনই বর্জন করা সম্ভব না হলেও, ধীরে ধীরে এই কাজে সফল হয়ে আত্মনির্ভর দেশ গড়ে তুলতে হবে।