‘এটা পশ্চিমবঙ্গের কালো দিন’, তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে টুইট করে কটাক্ষ শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্ক : দেখতে দেখতে কেটে গেলে ২ টি বছর। আজ তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি। একুশের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে তৃতীয়বার পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল। বঙ্গ রাজনীতিতে এখন তৃণমূলের প্রধান বিরোধী দল বিজেপি (BJP)। তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারকে ধারাবাহিক ভাবে আক্রমণ করে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ, মঙ্গলবার তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে শাসকদলকে টুইট করে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

কী এমন লিখলেন শুভেন্দু? তৃণমূল কংগ্রেস সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে তোপ দাগেন শুভেন্দু অধিকারী। তিনি টুইটে লেখেন, ‘‌২০২১ সালের ২ মে, যাঁরা অভূতপূর্ব ভোট পরবর্তী ভয়াবহ হিংসা এবং সন্ত্রাসের শিকার হয়েছিলেন তাঁদের শ্রদ্ধা জানাই। সেই কালো দিনের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করা হচ্ছে। এখন আঞ্চলিক দলে পরিণত হওয়া তৃণমূল কংগ্রেস সবরকম নৃশংসতা দেখিয়েছিল।

   

mamata suvendu

গণতন্ত্রের অভিশপ্ত দিন : নন্দীগ্রামের বিধায়ক আরও লেখেন, ‘বাংলার গণতন্ত্রের ইতিহাসে এটা অভিশপ্ত, কালো দিন। আমাদের কর্মীদের বলিদান কখনও ভুলব না। তাঁদের সঠিক বিচার দিতে আমরা বদ্ধপরিকর। বাংলার বিজেপি কর্মীদের ওপর সেই অত্যাচারের কথা আমরা যেন ভুলে না যাই।’‌

শুভেন্দু তৃণমূলের লক্ষ্মী : এই মুহুর্তে রাজ্যজুড়ে তৃণমূলে নব জোয়ার কর্মসূচি পালন করা হচ্ছে। সেখানের এক জনসভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন ‘‌ও তৃণমূলের লক্ষ্মী। ও বিজেপিতে যত থাকবে, ততই বিজেপির অবস্থা খারাপ হবে।’‌

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরই মেজাজা হারান করেছেন বিরোধী দলনেতা। ক্ষোভ উগড়ে দেন অন্য বিজেপি নেতারাও। এরপরই তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় বর্ষপূর্তিতেই আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর