নির্মলা সীতারমনের সিধান্তের চরম বিরোধ করল RSS অনুগামী শ্রমিক সংগঠন

বাংলাহান্ট ডেস্ক : বেকারত্ব বাড়বে বলে অভিযোগ শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) শনিবার চতুর্থ দফার ঘোষণায় আটটি গুরুত্বপূর্ণ সেক্টরে বেসরকারিকরণের উপর জোর দেওয়া হচ্ছে বলে জানান । কদিন আগেই অর্থমন্ত্রী এই সংকটে ডুবে থাকা এমএসএমই ইউনিটকে সহায়তার জন্য ২০ হাজার কোটি টাকার ঘোষণা করেছেন। এটি ঋণ  ও নগদ সংকটের মুখোমুখি এমএসএমইকে সঙ্কট থেকে বেরিয়ে আসতে সাহায্য  করবে। তাতে সুবিধা মিলতে চলেছে বলে জানান। স্থানীয় শিল্পগুলিকে সহায়তা করার জন্য বিশেষ পদক্ষেপ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দুশো কোটি টাকার কম টেন্ডার হবে না। অর্থমন্ত্রীর মতে, এই পদক্ষেপটি গার্হস্থ্য এমএসএমই খাতকে আরও উন্নত এবং আরও বেশি সুযোগ প্রদান করবে।

IMG 20200517 WA0024

ব্রিজেশ উপাধ্যায় এর মত অনুযায়ী খারাপ দিন আসছে

কিন্তু এই পদক্ষেপের ফলে আরও সংগঠনের জেনারেল সেক্রেটারি ব্রিজেশ উপাধ্যায় জানিয়েছেন, “ প্রথম তিন দিনের বক্তব্য শোনার পরে সাধারণ মানুষের মনে যে আশা দেখা দিয়েছিল, তা চতুর্থ দিনে এজ ঝটকায় ভেঙে চুরমার হয়ে গিয়েছে। অর্থমন্ত্রীর চতুর্থ পর্যায়ের ঘোষণা ভারতের জন্য কালো দিন। রাজনীতিবিদদের মনে হচ্ছে বেসরকারিকরণ করলেই হয়তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাইরে থেকে কোম্পানি এসে প্রচুর টাকা দেবে। কিন্তু তারা এটা বুঝছে না, ধীরে ধীরে শ্রমিকদের হাত থেকে কাজ চলে যাচ্ছে। ”

এদিকে অর্থমন্ত্রীর নতুন সংযোজন

এদিন খনিজ সম্পদের খনন, প্রতিরক্ষায় বিদেশি লগ্নির পরিমাণ, বিমানবন্দরের অপারেশন বিলগ্নিকরণ, বেসরকারিকরণ, বাড়িয়ে ৭৪ শতাংশ করা বা কেন্দ্রশাসিত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার বেসরকারিকরণের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

সম্পর্কিত খবর