বাংলা হান্ট ডেস্কঃ এ-ও কি সম্ভব! জিভ ভরে গেছে কালো লোমে! বিশ্বাস না হলেও এই ঘটনা সত্যি এবং তা ঘটেছে ভারতের দক্ষিণপ্রান্তের রাজ্য কেরলে। স্বভাবতই, এ ঘটনায় অবাক হয়ে গিয়েছেন অনেকে। ঘটনা জানাজানির পর সংবাদমাধ্যম থেকে মানুষ সকলের মাঝে শুরু হয়েছে আলোচনা। ৫০ বছরের এই ব্যক্তিটি কী করে এই বিরল রোগে আক্রান্ত হলেন?
JAMA Dermatology-নামক পত্রিকায় জানা গিয়েছে, ওই ব্যক্তি লক্ষ্য করেন তাঁর জিভ ধীরেধীরে কালো লোমে ভরে যাচ্ছে। শীঘ্র তিনি যান চর্মরোগ বিশেষজ্ঞের কাছে। প্রসঙ্গত, এর আগে তাঁর স্ট্রোক হয় এবং সেই রোগ নিরাময়ে তাঁকে একটি বিশেষ ডায়েট তৈরি করে দেন চিকিৎসকরা। কিন্তু সেই ডায়েট শুরুর পরই ঘটে বিপত্তি। চিকিৎসকরা জানান, এই রোগকে বলা হয় লিঙ্গুয়া ভিলোসা নিগ্রা বা কালো লোমশ জিভ।
সূত্রের খবর, কিছুমাস পূর্বে স্ট্রোক হয়েছিল এই ব্যক্তির। ফলে তাঁর দেহের বাঁদিকটা প্যারালাইস হয়ে পড়ে আর সেই রোগটি থেকে সেরে ওঠার দু মাসের মধ্যে তাঁর চিকিৎসক লক্ষ্য করেন, তাঁর জিভ ক্রমশ কালো হয়ে যাচ্ছে। এরইমধ্যে, জিভের ভিতর কালো লোমশ একটি জিনিস দেখা যায় যার গোড়ার দিকে ছিলো হলুদ একটি আভা। লোমের গোড়ায় খাবার আটকে যাওয়ার কারণে এই আভা বলে ডাক্তারের মত।
এর পর ওই ব্যক্তির মিউকাসের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে অবশ্য কোনো ফাংগাল সংক্রমণ ধরা পড়েনি। ফলে ডাক্তার জানান, জিভের উপর ছোট ছোট লাম্প তৈরি হওয়ার কারণে এই রোগের উৎপত্তি। তবে আশার কথা এই যে, ওষুধে দ্রুত সেরে যাবে এই রোগ।