আরও ছড়িয়ে পড়ল আগুন, মালদা বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা! এলাকায় আতঙ্ক

বাংলা হান্ট ডেস্কঃ এগরা, বজবজের পর এবার মালদহ (Maldah) ইংরেজবাজারে বাজির গুদামে (Firecracker Storage) ভয়াবহ বিস্ফোরণ (Blast), জ্বলছে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। অন্যদিকে গুরুতর জখম অবস্থায় আরও তিনজনকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে আরও এক জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোর ৬টা নাগাদ ইংরেজবাজারের একটি বাজির দোকানে পরপর বিস্ফোরণ হয়। নিমিষে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি দোকানে। পাশের আট-দশটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন।

তবে তাতেও আগুন না নেভায় সেখানে পৌঁছেছে আরও একটি ইঞ্জিন। ৫টি ইঞ্জিন বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে গুদামের সামনে গাড়ি থেকে কার্বাইড নামানো হচ্ছিল। সেই কার্বাইড অসাবধানতায় নীচে পড়ে যাওয়াতেই বিস্ফোরণ ঘটে।

bomb blast wb 2

দমকল সূত্রে খবর, ঘটনাস্থলে কার্বাইড মজুত থাকায়, আগুন নেভাতে সমস্যা হচ্ছে। কার্বাইড সহজে জল দিয়ে নিয়ন্ত্রণে আনা যায় না বলে ৫টি ইঞ্জিন যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে। জানা গিয়েছে ওই গুদামে প্রচুর পরিমাণে বাজি মজুত ছিল। আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত যে কোনও মুহূর্তে আরও বড় বিপদ হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

রাজ্যের একাধিক জায়গায় পরপর বিস্ফোরণের ঘটনায় যথেষ্টই আতঙ্কে সাধারণ মানুষ। বারংবার একই ঘটনায় উঠছে হাজারো প্রশ্ন। প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকাতেও।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর