দুপুরের নামাজের পর মাদ্রসার বোমা বিস্ফোরণ! মৃত ১৫, আহত ২৭

বাংলাহান্ট ডেস্ক : আবারও ভয়ংকর বিস্ফোরণ আফগানিস্তানে (Blast in Afghanistan)। এই বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর আইবাকের একটি মাদ্রাসায় বুধবার বিস্ফোরণটি ঘটে। স্থানীয় একটি হাসপাতালের এক চিকিৎসক এ তথ্য জানিয়েছেন বলে খবর।

সংবাদ সংস্থা আলজাজিরা সূত্রে জানা যাচ্ছে, বুধবার উত্তর আফগানিস্তানের একটি মাদ্রাসায় বিস্ফোরণ ঘটে। মৃতদের মধ্যে একাধিক স্কুলপড়ুয়ারা রয়েছে বলে জানা গিয়েছে। এই হামলায় এখনও কত জন শিশুর মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে জানা সম্ভব হয়নি।

বিশেষ সূত্রে জানা যাচ্ছে, আফগানিস্তানের সমঙ্গন প্রদেশের ওই মাদ্রাসায় বুধবার স্থানীয় সময় বেলা ১২:৪৫ নাগাদ বিস্ফোরণ ঘটে। তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সব কিছু। তালিবানের পক্ষ থেকে ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহত আরও ২০ জন।

শহরের ব্যস্ততম জায়গায় অবস্থিত জহিদা মাদ্রাসা। তখন সেই মাত্র প্রার্থনা সেরে উঠেছিলেন ছাত্র এবং শিক্ষকরা। তখনই ঘটে এই মর্মান্তিক ঘটনা। কাবুলের ওই চিকিৎসক জানান, মৃতদের অধিকাংশই শিশু এবং সাধারণ মানুষ।

তালিবানের পক্ষ এই হামলার তদন্ত শুরু করা হয়েছে। যাঁরা এর নেপথ্যে রয়েছেন, তাদের কঠিন শাস্তির আশ্বাস দিয়েছে সরকার। তালিবানের মুখপাত্র আব্দুল নফি তাকোর বলেন, ‘আমাদের গোয়েন্দা এবং নিরাপত্তারক্ষীরা ঘাতকদের শনাক্ত করার চেষ্টা করছে। ক্ষমার অযোগ্য এই অপরাধ যাঁরা করেছেন, তাঁদের কঠোর শাস্তি হবে।’

তালিবান প্রতিশ্রুতি দেয়, আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে যুদ্ধ-বিধ্বস্ত দেশের সুরক্ষার দিকে মনোনিবেশ করেছে তারা। তবে গত কয়েক মাসে মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান লক্ষ্য করে কয়েকটি হামলা হয়েছে। আর এসব হামলার মধ্যে কয়েকটির দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর