ফের বিস্ফোরণ কাবুলে! বিদেশমন্ত্রকের সামনে আত্মঘাতী হামলায় মৃত ২০, আহত বহু

বাংলা হান্ট ডেস্ক : আবারও ভয়ংকর বিস্ফোরনে কেঁপে উঠল আফগানিস্তান। কাবুলে বিদেশ মন্ত্রকের অফিসের সামনে বৃহস্পতিবার বিকেলে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা (Kabul Blast)। বিস্ফোরণে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে। আহতের সংখ্যা আরও বেশি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশংকা করা হচ্ছে। আফগানিস্তানে চলছে তালিবান শাসন চলছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, এদিন বিদেশ মন্ত্রকের বাইরে যখন বিস্ফোরণ ঘটে তখন সেখানে চিনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক চলছিল।

বিস্ফোরণের পর জঙ্গিরা এলোপাথাড়ি গুলিও চালায় বলে জানা গিয়েছে। তবে এই আত্মঘাতী হামলা কারা করেছে তা এখনও জানা যায় নি। আফগানিস্তানে তালিবান শাসনে এ ধরনের জঙ্গি হানা কিছুটা কম হবে বলেই অনুমান করা হয়। কিন্তু বাস্তব অন্য কথাই বলছে। চলতি মাসের শুরুটা কাবুল বিমানবন্দরে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। তারপর আবার এদিনের হামালয় সন্ত্রস্ত আফগানবাসী।

kabul 2

এই হামলার পিছনে আফগানিস্তান-পাকিস্তান ঝামেলা রয়েছে বলেও মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। ইদানিং কালে পাকিস্তানের সঙ্গে তালিবানের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। আবার উঠে আসছে অন্য সম্ভাবনাও। তালিবান নেতৃত্বের সঙ্গে দায়েশ তথা আইসিস জঙ্গিদের সংঘাতও এই বিস্ফোরণের কারণ হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে যতক্ষণ না পর্যন্ত কোনও গোষ্ঠী নিজের থেকে স্বীকার করছে যে তারাই আক্রমণ চালিয়েছে, ততক্ষণ পর্যন্ত নিশ্চিত হওয়ার রাস্তা নেই তালিবানের সামনে।

বুধবারের এই হামলার প্রত্যক্ষদর্শী ছিলেন জামশেদ করিমি নামে এক ব্যক্তি। পেশায় গাড়িচালক জামশেদ বলেন, ‘আমি জানি না, বিস্ফোরণে কত জন হতাহত হয়েছেন। তবে বিস্ফোরক দিয়ে নিজেকে উড়িয়ে দিতে এক জনকে দেখেছি।’ এই হামলার সত্যতা স্বীকার করেছে স্থানীয় প্রশাসন। শহরে বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন কাবুল পুলিসের মুখপাত্র খালিদ জ়ারদান।

Sudipto

সম্পর্কিত খবর