আত্মঘাতী হামলার পর এবার রকেট, ফের নিশানা কাবুল এয়ারপোর্ট! রইল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে আরও একবার বিস্ফোরণ ঘটল। সংবাদসংস্থা এএফপি এই কথা জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি আর ভিডিও ভাইরাল (Viral Video) হচ্ছে, যেগুলিতে বিমানবন্দরের পাশে অনেক ধুঁয়ো দেখা যাচ্ছে।

বিস্ফোরণের পর চারিদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মানুষের আর্তনাদ শোনা যায়। শোনা যাচ্ছে যে হামলা রকেট দিয়ে করা হয়েছিল। স্থানীয় মিডিয়া অনুযায়ী, বিমানবন্দরের পার্শ্ববর্তী গুলাই এলাকায় এই রকেট হামলা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে জঙ্গিরা বিমানবন্দরকে নিশানা করে হামলা চালিয়েছিল। কিন্তু রকেট তাঁর নিশানায় পৌঁছাতে পারেনি আর বিমানবন্দরের পাশে একটি জনবহুল এলাকায় গিয়ে পড়ে। কোনও জঙ্গি সংগঠন এই হামলার এখন দায়িত্ব নেয়নি। কিন্তু শোনা যাচ্ছে যে, গত হামলার মতো এই হামলাতেও আইসিস খোরাসানের হাত রয়েছে।

এর আগে বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের গেটের সামনে সিরিয়াল আত্মঘাতী হামলা ১৩ মার্কিন জওয়ান সহ ২০০ জনের মৃত্যু হয়। মার্কিন সেনার মৃত্যুর বদলা নিয়ে এয়ার স্ট্রাইকও করা হয়েছে। তবে সে স্ট্রাইকে কতজন জঙ্গি মারা গিয়েছে তা পরিষ্কার হয়নি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর