গণনার আগের রাতেই উত্তপ্ত বেলেঘাটা, বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ অপেক্ষার দিন শেষে শুরু হয়ে ভোট গণনা। উত্তেজনা রাজনৈতিক মহলে। সকাল ৮ টা থেকে বিভিন্ন গণনা কেন্দ্রে শুরু হয়েছে গণনার কাজ। তবে তার আগে গতকাল রাতে বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে বেলেঘাটা (Beleghata) এলাকা।

অভিযোগ উঠেছে, বেলেঘাটার ৩৫ নম্বর ওয়ার্ডের রবি বাওয়াল অর্থাৎ বিজেপির বুথ এজেন্টের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে তৃণমূলের দুষ্কৃতীরা। সূত্রের খবর, রাত ১২ টা নাগাদ আচমকাই এই বিজেপির বুথ এজেন্টের বাড়িতে বোমা ছোঁড়া হয়।

আবার ৭ নম্বর বেলেঘাটার মেন রোড সংলগ্ন এলাকায় ১৪ টি পরিবারের ৬০ সদস্যকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। সূত্রের খবর, ১২ জন দুষ্কৃতী বাইকে করে এসে এলাকায় ঢুকে বোমাবাজি শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে বেলেঘাটা থানার পুলিশ উপস্থিত হলে, তাদের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। মারধর করা হয় পুলিশকেও। তবে এই ঘটনার পেছনে কে বা কারা যুক্ত, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।

সম্পর্কিত খবর

X