এবার কাজকিস্তানের সেনা ছাউনিতে বিস্ফোরণ, মৃত ৯ আহত ৯০

বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলের এয়ারপোর্টে বৃহস্পতিবার ভয়াবহ আত্মঘাতী হামলায় ১০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আর সেই বিস্ফোরণের পর শুক্রবার কাজাকিস্তানেরর অস্ত্র ভাণ্ডারে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। প্রাপ্ত খবর অনুযায়ী এই বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছে। শোনা যাচ্ছে যে, এই বিস্ফোরণ জাম্বিলের সেনা ছাউনিতে হয়েছে। বিস্ফোরণে ৯ কর্মচারীর মৃত্যু হয়েছে আর ৯০ জন আহত হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, বিস্ফোরণে পর আশাপাশের হাতিয়ারের গোদামে আগুন ছড়িয়ে পড়ে। প্রতিরক্ষামন্ত্রালয় প্রথমে জানিয়েছিল যে, ৬টি বিস্ফোরণ হয়েছে। কিন্তু পরে জানায় ১০ বা তাঁর বেশি বিস্ফোরণ ঘটেছে। এই বিস্ফোরণের একটি ভিডিও সামনে এসেছে।

বিস্ফোরণের পর প্রশাসন সেনা ছাউনির আশেপাশে থাকা সাধারণ মানুষদের সেখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যায়। এখনও পর্যন্ত প্রায় ১ হাজার জনকে সেখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। রেলওয়ে লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

কাজাকিস্তানের প্রতিরিক্ষা মন্ত্রী নুর্লান ইয়ারমাকবায়েভ এই বিস্ফোরণের পর ইস্তফা দিয়েছেন। বলে দিই, এর ঠিক একদিন আগে আফগানিস্তানের কাবুল হওয়া বিস্ফোরণে ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যার মধ্যে নিরীহ নাগরিক আর ১৩ জন মার্কিন সেনা ছাড়াও ২৮ জন তালিবান সদস্যেরও প্রাণ গিয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর