বাংলাহান্ট ডেস্ক : মঙ্গলবার মধ্যরাতেই ‘অকাল দিওয়ালি’ দেখেছে পাকিস্তান (Pakistan)। পহেলগাঁও হামলার প্রতিশোধে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের মোট নয়টি জায়গায় সফল ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করেছে ভারতীয় সেনা। ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় নৌবাহিনীর যৌথ উদ্যোগে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক জঙ্গি ঘাঁটি। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ফের পরপর বিষ্ফোরণে বেসামাল পাকিস্তান (Pakistan)। বৃহস্পতিবার আচমকাই লাগাতার বিষ্ফোরণে আতঙ্ক তৈরি হল লাহোরে।
অপারেশন সিঁদুরের পরদিনই পরপর বিষ্ফোরণ পাকিস্তানের (Pakistan) লাহোরে
অপারেশন সিঁদুরের পরদিনই আতঙ্কের ছবি ধরা পড়ল পাকিস্তানের (Pakistan) লাহোরে। সকাল সকাল পরপর বিষ্ফোরণে কেঁপে উঠল লাহোরের মাটি। সূত্রের খবর, লাহোরের ওয়ালটন বিমানবন্দরের কাছে গোপাল নগর এবং নাসিরবাদ এলাকায় আচমকা পরপর বিষ্ফোরণের শব্দ শোনা যায়। ভাইরাল ভিডিও ফুটেজে দেখা যায়, গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া। আকাশ ঢেকে গিয়েছে ধোঁয়ায়। তার মধ্যেই বেজে ওঠে সাইরেন। বিষ্ফোরণের বিকট শব্দে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে এসে আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেয় স্থানীয়রা। খবর অনুযায়ী, তিনটি বিষ্ফোরণ ঘটানো হয়েছে। তবে এর সংখ্যা আরও বাড়তেও পারে।
কারা রয়েছে বিষ্ফোরণের নেপথ্যে: পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, পাঁচ ছয় ফুট উপর থেকে ড্রোনের মাধ্যমে সম্ভবত ঘটানো হয়েছে বিষ্ফোরণ। ড্রোন টিকে গুলি করে নামানো হয়েছে বলে খবর। যদিও এই বিষ্ফোরণের নেপথ্যে কে বা কারা রয়েছে তা এখনো স্পষ্ট নয়। জানা গিয়েছে, যে জায়গায় বিষ্ফোরণের খবর পাওয়া গিয়েছে তা লাহোরের (Pakistan) ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র এবং লাহোর আর্মি ক্যান্টনমেন্টকে যুক্ত করে। ওই স্থানে বালোচ লিবালেশন আর্মিও সক্রিয় রয়েছে। এমতাবস্থায় পাকিস্তানের (Pakistan) তরফে কোনো সরকারি বিবৃতি দেওয়া হলে স্পষ্ট হবে বিষ্ফোরণের কারণ। সূত্রের খবর, শিয়ালকোট এবং লাহোর বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।
Utter chaos in Lahore after drone strike at Walton Road which leads to Lahore cantonment. People out on streets in panic. Asim Munir’s Jihadist policies have invited war to Pakistan’s streets. pic.twitter.com/1195BQxlhf
— Divya Kumar Soti (@DivyaSoti) May 8, 2025
জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা ভারতের: উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিঁদুর এর পরেই ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছিল, শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলিকে নির্দিষ্ট করেই হামলা চালানো হয়েছে। পাকিস্তানের (Pakistan) সেনা বেস ক্যাম্প বা সাধারণ নাগরিকদের লক্ষ্য করে কোনো হামলা চালানো হয়নি। জঙ্গি ঘাঁটিগুলি যেখান থেকে পহেলগাঁও হামলার ছক কষা এবং পরিচালনা করা হয়েছিল, শুধুমাত্র সেগুলি ধ্বংস করাই ভারতের লক্ষ্য।
আরো পড়ুন : গোটা মুখ ফোলা, হাসতেও কষ্ট হচ্ছে, হাসপাতাল থেকে ভাইরাল পবনদীপের ছবি
রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাতে অপারেশন সিঁদুর পরিচালনা করে ভারত। পহেলগাঁওতে বেছে বেছে হিন্দুদের টার্গেট করা হয়েছিল, মহিলাদের সামনেই হত্যা করা হয়েছিল পুরুষ প্রিয়জনদের। মুছে দেওয়া সিঁদুরের বদলা নিতেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের মোট নয়টি জঙ্গি ঘাঁটিতে মিসাইল হামলা করে গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। পাকিস্তান জুড়ে আতঙ্কের পরিবেশের মাঝেই লাহোরে বিষ্ফোরণ কাঁপিয়ে দিয়েছে পাকিস্তানকে।