রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ।

 

বাংলা হান্ট ডেস্ক:সকাল ৯.৪৫ নাগাদ মহারাষ্ট্রের শিরপুরে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ  হয়েছে যার ফলে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়। গুরুতর জখম ১৫ জন। সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই কারখানায় আটকে পড়েছে ৮০ জনের মতো। রাসয়নিক গ্যাসে ভরে গেছে সম্পূর্ণ এলাকা। এলাকায় দমবন্ধ পরিস্থিতি র জন্য অনেকে অসুস্থ হয়ে পড়ছেন বলে খবর। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন।উদ্ধারকাজে নজরদারি রাখতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছন পুলিস, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দফতরের অফিসরারও।

IMG 20190831 123939

পিটিআইকে সূত্রে খবর,প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়, কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য বস্তুর উপস্থিতি আছে।বিস্ফোরণের সময় কারখানায় উপস্থিত ছিলেন প্রায় ১০০ শ্রমিক, তার বেশিও হতে পারে।   একাধিক সিলিন্ডারের বিস্ফোরণের আওয়াজে স্থানীয় রা ছুটে আসে বলে জানা যাচ্ছে।শিরপুরের পুলিস জানাচ্ছে, “এখনও পর্যন্ত ৮টি দেহ উদ্ধার করা গিয়েছে। যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধারকাজ চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলার দফতরের কর্মীরা।”

সম্পর্কিত খবর