বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মোবাইল ফোন। আর মোবাইল মানেই সোশ্যাল মিডিয়া। আট থেকে আশি সকলেই এখন সোশ্যাল মিডিয়ার ভক্ত। ইন্টারনেট যেন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে মানুষকে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিদিন হাজারো ভিডিও (video) শেয়ার হয়। তার মধ্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল (viral)। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে।
এই ভাইরাল ভিডিওর দৌলতেই রাতারাতি বিখ্যাত হয়ে যায় বহু মানুষ। কেউ গেয়ে আবার কেউ নেচে, নানা প্রতিভা দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন উদাহরণ রয়েছে প্রচুর। সম্প্রতি এমনই আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বেনারস হিন্দু ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর গলায় শোনা গিয়েছে ‘শিব তাণ্ডব’। ইন্দ্রজিৎ নামে এই শিক্ষার্থী দৃষ্টিহীন বা বিশেষ ভাবে সক্ষম। কিন্তু এই অপারগতা তাঁর অসামান্য গুণের ওপর কোনও প্রভাব ফেলতে পারেনি। এমন কঠিন একটি গান অত্যন্ত সাবলীলতার সঙ্গে গেয়ে শোনালেন ইন্দ্রজিৎ। কোনও বাদ্যযন্ত্র ছাড়া শুধুমাত্র হাতে তুড়ি বাজিয়ে তাল ধরে রাখেন তিনি।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। নেটিজেনের প্রশংসা উপচে পড়ছে ভিডিওর কমেন্ট বক্সে। একজন লিখেছেন, ‘এই অসাধারন ভাষাটা না জানা আমাদের অনেকের পক্ষেই লজ্জার বিষয়’। অন্য একজন বলেছেন, ‘উনি যেমন তালে তালে দ্রুততার সঙ্গে হাতে তুড়ি বাজাচ্ছেন তাতে রেকর্ডও করে ফেলতে পারেন অনায়াসেই’।
প্রসঙ্গত, এর আগেও বেনারস হিন্দু ইউনিভার্সিটির এই শিক্ষার্থী ভাইরাল হয়েছিলেন। ‘ধীরে ধীরে সে’ গানটি সম্পূর্ণ সংষ্কৃত ভাষায় গেয়ে শুনিয়েছিলেন তিনি।