Grocery’র পর এবার Ambulance Service! ১০ মিনিটেই খেল দেখাবে Blinkit! কবে থেকে পাবেন?

বাংলাহান্ট ডেস্ক : এবার দুয়ারে অ্যাম্বুলেন্স (Ambulance)! মোবাইলের একটা ক্লিকেই ১০ মিনিটের মধ্যে বাড়ির দোরগোড়ায় এসে হাজির হবে অ্যাম্বুলেন্স। অনলাইন গ্রোসারি সরবরাহকারী সংস্থা ব্লিঙ্কিট (Blinkit) শুরু করতে চলেছে এই পরিষেবা। ইতিমধ্যেই সংস্থা তরফে ১০ মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করা হয়েছে দেশের একটি শহরে।

অভিনব উদ্যোগ ব্লিঙ্কিটের (Blinkit)

আগামী দিনে গোটা দেশজুড়ে এই পরিষেবা শুরু করবে সংস্থা। বেশ কয়েক বছর হল ভারতে ওলা, উবের, ইনড্রাইভের মতো সংস্থা চালু করেছে অ্যাপ ট্যাক্সি পরিষেবা। তবে এবার অ্যাপ ভিত্তিক অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু হল দেশে। ব্লিঙ্কিট (Blinkit) গুরুগ্রামে (Gurugram) ১০ মিনিটের অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছে।

Blinkit

কোম্পানির সিইও আলবিন্দর ধিন্ডসা বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে জানান, “আমরা আমাদের শহরগুলিতে দ্রুত ও নির্ভরযোগ্য অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে এই প্রথম পদক্ষেপ নিচ্ছি।” আলবিন্দর জানিয়েছেন, গুরুগ্রামে আপাতত পাঁচটি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে। আরো বিভিন্ন দিকে এই পরিষেবা চালু করার ব্যাপারে ভাবনা চিন্তা করছে সংস্থা।

আরোও পড়ুন : OMG!এবার WiFi পেয়ে যাবেন ডোমেস্টিক ফ্লাইটেও! আত্মহারা বিমানযাত্রীরা, বিস্তারিত জানুন এক ক্লিকেই

ব্লিঙ্কিট (Blinkit) জানাচ্ছে, তাদের অ্যাম্বুলেন্সে থাকবে অক্সিজেন সিলিন্ডার, AED (অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর), স্ট্রেচার, মনিটর, সাকশন মেশিন এবং প্রয়োজনীয় জরুরি ওষুধ এবং ইনজেকশন সহ একাধিক ব্যবস্থা। একজন প্যারামেডিক, একজন সহকারী ও একজন ট্রেনড ড্রাইভার থাকবেন প্রতিটি অ্যাম্বুলেন্সে।

জরুরী প্রয়োজনের সময় যাতে চালক সর্বোচ্চ মানের পরিষেবা দিতে সক্ষম হন সেইদিকেও নজর রাখছে ব্লিঙ্কিট (Blinkit)। সংস্থা জানিয়েছে, শুধু মুনাফা লাভের উদ্দেশ্য নয়, মানুষের মধ্যে সাশ্রয়ী মূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। আগামী ২ বছরের মধ্যে তাদের অ্যাম্বুলেন্স পরিষেবা ভারতের বিভিন্ন বড় শহরে চালু করা হবে বলেও জানিয়েছে সংস্থা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর