বাংলাহান্ট ডেস্ক : বহুদিন ধরেই বিজ্ঞানীরা দাবি করে আসছেন করোনার থেকেও শক্তিশালী ভাইরাস ছড়িয়ে পড়বে পৃথিবীতে। তবে সেই রোগের তীব্রতা কতটা হবে সেই বিষয় নিয়ে এবার কিছুটা হলেও আন্দাজ পেলেন গবেষকরা। নতুন করে চিন্তা বাড়িয়েছে বার্ড ফ্লু’র আশঙ্কা। আশঙ্কা করা হচ্ছে এই বার্ড ফ্লু ১০০ গুণ বেশি শক্তিশালী হতে পারে করোনা ভাইরাসের থেকে।
সম্প্রতি এই সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেছে ব্রিটেনের সংবাদ মাধ্যম। পৃথিবীর ইতিহাসে ২০২০ সাল অন্যতম একটি ভয়ংকর বছর। করোনা মহামারীর প্রভাবে স্তব্ধ হয়ে যায় গোটা বিশ্ব। প্রাণ হারান লক্ষ লক্ষ মানুষ। শুরু হয় লকডাউন। এই ঘটনার চার বছর কেটে গেলেও, এখনো করোনার উৎস সম্পর্কে গবেষণা চালাচ্ছেন গবেষকরা।
আরোও পড়ুন : মহিলাদের জন্য সুখবর! লক্ষ্মীর ভাণ্ডারের ‘বেশি’ টাকা কারা পাচ্ছেন? রাখঢাক না রেখে জানিয়ে দিলেন মমতা
এই পরিস্থিতিতেই অনেক আগে বিজ্ঞানীরা দাবি করেছিলেন যে করোনা মহামারীর থেকেও শক্তিশালী ভাইরাস আসতে চলেছে পৃথিবীতে। এবার নতুন করে চিন্তা বাড়ল বার্ড ফ্লু নিয়ে। পিটসবার্গের এক গবেষকের কথায়, খুব দ্রুত পশুদের থেকে মানবদেহে ছড়িয়ে পড়তে পারে H5N1 ভাইরাস। খবর আসছে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ভাইরাস ছড়িয়ে পড়েছে পশুদের মধ্যে।
আরোও পড়ুন : ‘মা কালী’ ছবিতে অভিনয় করতেই বাধল বিপত্তি! প্রাণনাশের হুমকি রাইমাকে, শঙ্কিত পরিবার
বিষয়টি নিয়ে যদি এখনই তৎপর হওয়া না যায়, তাহলে ভবিষ্যতে ভয়ংকর দিন আসতে চলেছে। জন ফুলটন নামের আরো এক গবেষকের বক্তব্য, নতুন করে যে বার্ড ফ্লু ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে, তাতে মৃত্যুহার ব্যাপকহারে বৃদ্ধি পাবে। পশু-পাখিদের থেকে এই ভাইরাস মানবদেহে ছড়িয়ে পড়লে সেটি আরো ভয়ংকর রূপ নেবে।
এই পরিস্থিতিতে চিন্তা বাড়িয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলছে, ২০০৩ সাল থেকে H5N1 ভাইরাসে আক্রান্ত হওয়া প্রতি ১০০ জনের মধ্যে মৃত্যু হয়েছে ৫২ জনের। ৫০ শতাংশ মৃত্যুহার। যদি এই ভাইরাস থেকে মহামারী শুরু হয়, তাহলে তার শেষ কোথায় কেউ জানে না।