মার্কিন যুক্তরাষ্ট্রের এক রেস্তোরাঁয় এল নীল গলদা চিংড়ি,যা ভবিষ্যতে দান করা হবে অ্যাকোরিয়ামে

 

বাংলা হান্ট ডেস্ক : নীলরঙের বড় চিংড়ি বা লবস্টারের কথা শুনেছেন? এমনই অতিবিরল একদৃশ্য দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্রে ম্যাসাচুসেটসের এক রেস্তরাঁয়।ম্যাসাচুসেটসের ইস্থ্যামে এক সামুদ্রিক খাবারের রেস্তরাঁ আর্নল্ডস লবস্টার অ্যান্ড ক্লাম বার। সেখানেই গত সপ্তাহে গলদা চিংড়ির চালান আসে। সেই চালানের বাক্স খুলতেই অবাক হয়ে যান রেস্তরাঁর মালিক ন্যাথান নিকারসন তৃতীয়। দেখেন লবস্টারগুলির মধ্যে একটির রং অন্য রকম, নীল। সাবধানে সেটিকে বের করে আনেন। দেখেন সত্যিই এটি একটি নীল রঙের চিংড়ি।

216b0 img 20190618 wa0009

প্রসঙ্গত জানা যায় চিংড়ির জিনগত সমস্যা কারণে জন্মায়। ২০ লক্ষ লবস্টারের  মধ্যে একটি নীল রঙের হতে পারে।তবে রেস্তোরাঁর মালিক সিদ্ধান্ত নেন তিনি এটিকে একটি অ্যাকোয়ারিয়ামে দান করে অনেক মানুষের দেখার সুযোগ করে দেবেন।

 

সম্পর্কিত খবর