বাংলাহান্ট ডেস্ক : ব্লেড দিয়ে কবজিতে চিড়ে দিলেই দেবে ১০ টাকা। সহপাঠীর এক কথায় ৪০ জন ছাত্র ঘটিয়ে বসল রক্তারক্তি কাণ্ড। গুজরাটের (India) আমরেলি জেলার মোটা মুঞ্জিয়াসার প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা আলোড়ন ফেলে দিয়েছে সর্বত্র। অভিযোগ উঠেছে, একটি ভিডিও গেমই নাকি রয়েছে সব কিছুর মূলে। ওই গেমের অনুপ্রেরণাতেই নাকি স্কুল পড়ুয়ারা ওই ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে।
সহপাঠীর চ্যালেঞ্জে হাত কাটল ৪০ জন স্কুল (India) পড়ুয়া
সূত্রের খবর, আমরেলি (India) জেলার বাগসারায় এক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা এটা। স্কুলের সপ্তম শ্রেণির এক পড়ুয়া তার সহপাঠীদের একটি চ্যালেঞ্জ দিয়েছিল। পেন্সিল শার্পনারের ব্লেড দিয়ে হাত কাটতে হবে তাদের। তাহলে ১০ টাকা করে পাবে তারা। আর যারা কাটবে না তাদের ৫ টাকা করে দিতে হবে ওই ছাত্রকে। এর ফল হয় মারাত্মক।
ভিডিও গেম যত নষ্টের গোড়া: জানা গিয়েছে, কয়েকজন পড়ুয়া অর্থ উপার্জনের লোভে বাস্তবিকই নিজেদের হাত কাটতে শুরু করে ব্লেড দিয়ে। ওই দিন সন্ধ্যায় ঘটনাটা জানাজানি হতেই গ্রাম পঞ্চায়েতের প্রধানকে সঙ্গে নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন আহত পড়ুয়াদের অভিভাবকরা। এ ঘটনায় মোটা মুঞ্জিয়াসার প্রাথমিক বিদ্যালয়ের অধ্যক্ষ দাবি করেছেন, একটি ভিডিও গেমের অনুকরণ করেই নাকি এই কাণ্ড ঘটিয়েছেন ছাত্ররা।
আরো পড়ুন : চা দিয়েই বাজিমাত করল ভারত! বিশ্বকে চমকে দিয়ে গড়ল বিরাট নজির, জানলে হবেন অবাক
ফের নীল তিমি আতঙ্ক: আর এর পরেই ফের একবার ফিরে এসেছে ‘নীল তিমি’ অর্থাৎ ‘ব্লু হোয়েল’ আতঙ্ক। ২০১৭ সালে এই মারণ ভিডিও গেম আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিল ভারতে (India)। ওই বছরই দেশে (India) ছড়িয়ে পড়ে ব্লু হোয়েল গেম। এখানে প্রথমে নিরীহ কিছু টাস্ক দেওয়া হত খেলোয়াড়দের। যত দিন গড়াত তত মাত্রা বাড়তে নিজের উপরে অত্যাচারের। এমনকি শেষে খেলোয়াড়কে আত্মহত্যা করার চ্যালেঞ্জও দেওয়া হত। ওই ভিডিও গেম কেড়ে নিয়েছিল বহু প্রাণ।
আরো পড়ুন : বাংলাদেশের আম-কাঁঠালে মুগ্ধ হল চিন! জিনপিংয়ের দেশে কী কী রফতানি করবে ঢাকা?
মোটা মুঞ্জিয়াসার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের অনুমান, ব্লু হোয়েল এর মতো কোনো ভিডিও গেমের চক্করে পড়েই ওই ঘটনা ঘটিয়েছে পড়ুয়ারা। যদিও ওই গেমের এই ঘটনায় কোনো সরাসরি যোগাযোগ আছে কিনা তা জানা যায়নি। তবে এই ঘটনার জন্য দায়ী সকলের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পঞ্চায়েত প্রধান।