বাংলাহান্ট ডেস্ক: করোনা আক্রান্ত হওয়ার পরেও নিয়ম লঙ্ঘন করেই চলেছেন করিনা কাপুর খান (kareena kapoor khan)। সোমবার তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে। প্রথমে বিষয়টা নিয়ে কোনো উচ্চবাচ্য না করলেও খভর ভাইরাল হয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় তিনি স্বীকার করেন খবরের সত্যতা। বৃহন্মুম্বই পুরনিগম তাঁর বিরুদ্ধে করোনা বিধি ভাঙার অভিযোগ এনেছে। এবার বিএমসির অভিযোগ, করিনার পরিবার তাদের কোনো সহায়তা করছে না।
করিনার সঙ্গে সঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন তাঁর তিন বান্ধবী অমৃতা অরোরা, মাহিপ কাপুর এবং সীমা খান। বিএমসির অভিযোগ, প্রথমে নাকি করিনা স্বীকারই করতে চাননি ব্যাপারটা। অনেক বার জিজ্ঞাসা করার পর অভিনেত্রীর পরিবারের তরফে জানানো হয়, সইফ আলি খান নাকি এই মুহূর্তে মুম্বইতে নেই। গত এক সপ্তাহ ধরেই নাকি মুম্বইয়ের বাইরে রয়েছেন তিনি। কবে আসবেন তিনি সে ব্যাপারেও কিছু জানা যায়নি করিনার পরিবারের থেকে।
যদিও এখনো পর্যন্ত কোনো বলিউড তারকা বিদেশে যাননি বলেই খবর বিএমসি সূত্রে। তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে বিএমসির বিশেষ টিম। অপরদিকে করিনা ও অমৃতার অ্যাপার্টমেন্টে করোনা পরীক্ষার ক্যাম্প বসানো হয়েছে। দুই অভিনেত্রীই আপাতত আইসোলেশনে রয়েছেন।
সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, বৃহন্মুম্বই পুরনিগমের তরফে জানানো হয়েছে গত ৮ ডিসেম্বর করন জোহরের (karan johar) একটি পার্টিতে যোগ দিয়েছিলেন করিনা, অমৃতা, সীমা, মাহিপরা। সীমাই প্রথম করোনা আক্রান্ত হন বলে খবর। তারপর একে একে সংক্রমণ ছড়ায় অন্যদের মধ্যে।
উল্লেখ্য, করনের ওই পার্টিতে আলিয়া ভাট, মালাইকা অরোরা ও অর্জুন কাপুরও উপস্থিত ছিলেন। এরা তিনজনেই আগে একবার করোনা আক্রান্ত হয়েছিলেন। গত কয়েকদিনে যারা যারাই করিনা ও অমৃতার সংস্পর্শে এসেছেন তাদের করোনা পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে বৃহন্মুম্বই পুরনিগম।
করিনা জানিয়েছেন, তাঁর পরিবারের সদস্য ও বাড়ির কর্মচারীরা সকলেরই করোনা টিকার দুটি ডোজ নেওয়া হয়ে গিয়েছে। আপাতত তাদের কোনো উপসর্গ দেখা যাচ্ছে না বলেই জানিয়েছেন বেবো। বিএমসির তরফে জানানো হয়েছে, করিনার বাড়ি ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে। গত কদিনে তাঁর সংস্পর্শে যারা যারাই এসেছেন সবার খোঁজ চলছে।