অফিস ভাঙার পর এবার নিশানায় কঙ্গনার বাড়ি, অভিনেত্রীকে নোটিশ পাঠালো বিএমসি

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে কঙ্গনা রানাওয়াত (kangana ranawat) ও শিবসেনার (shiv sena) সংঘাত দিনের পর দিন ভয়াবহ আকার ধারন করছে। বিএমসির (BMC) তরফে অভিনেত্রীর অফিসের একাংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পরেই এই যুদ্ধের আগুনে ঘি পড়ে। এখন শিবসেনাকে সম্মুখ সমরে অবতীর্ণ হওয়ার চ‍্যালেঞ্জ জানিয়েছেন কঙ্গনা। এরই মাঝে অভিনেত্রীকে নয়া নোটিশ ধরালো বিএমসি।

মুম্বইয়ের খার এলাকায় অবস্থিত কঙ্গনার বাসভবনের ভেতরে অবৈধ নির্মাণ প্রসঙ্গে নতুন নোটিশ পাঠিয়েছে বিএমসি। বিএমসির অভিযোগ, অফিসের তুলনায় কঙ্গনার বাড়িতে অবৈধ নির্মাণের পরিমাণ বেশি। এর আগে অবৈধ নির্মাণের অভিযোগ তুলে অভিনেত্রীর পালি হিলসের অফিসের একাং ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বিএমসির তরফে। এবার তাদের নিশানায় অভিনেত্রীর বাড়ি।


মুম্বইয়ের খার এলাকার DB ব্রিজের ১৬ নম্বর রোডের একটি অ্যাপার্টমেন্টে থাকেন কঙ্গনা। এখানে তিনটি ফ্ল‍্যাট রয়েছে তাঁর। ৭৯৭ বর্গফুট, ৭১১ বর্গফুট ও ৪৫৯ বর্গফুট এই হল তিনটি ফ্ল‍্যাটের মাপ। এই ফ্ল‍্যাটেই অবৈধ নির্মাণের অভিযোগ তুলেছে বিএমসি।

এই মুহূর্তে কঙ্গনার অফিস ভাঙার মামলাটি নিয়ে আদালতে কেস চলছে। আগামী ২৫ সেপ্টেম্বর হবে মামলার শুনানি। মুম্বইতে কঙ্গনা পা রাখার আগেই বিএমসির তরফে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় তাঁর অফিস। শিবসেনার বিরুদ্ধে মুখ খোলাতেই এই পরিণতি বলে মনে করছে নেটজনতার একাংশ। তবে বিএমসির বক্তব‍্য, বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছিল কঙ্গনার অফিসের কিছু অংশ।

এই বিষয়ে আদালতে হাজির হয়ে বিএমসির আইনজীবী জানান, এই সংক্রান্ত কোনো খবর তার কাছে ছিল না। কঙ্গনাকে নোটিশ পাঠানো হয়েছে তাও জানতেন না তিনি। জানা গিয়েছে, যদি বেআইনি নির্মাণ প্রমাণ না হয় তাহলে কঙ্গনার অফিস বানিয়ে দিতে হবে বিএমসিকেই।

অপরদিকে শিবসেনাকে সনিয়া সেনা বলে কটাক্ষ করেন কঙ্গনা। টুইটে অভিনেত্রী লেখেন, ‘যে বিচারধারা নিয়ে শ্রী বালা সাহেব ঠাকরে শিবসেনা গঠন করেছিলেন আজ ক্ষমতার জন‍্য সেই বিচারধারাকেই বেচে শিবসেনা সনিয়া সেনায় রূপান্তরিত হয়েছে। যে গুন্ডারা আমার অবর্তমানে আমার ঘর ভাঙলো তাদের সিভিক বডি বলা বলবেন না। সংবিধানের এত বড় অপমান করবেন না।’

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর