বাংলাহান্ট ডেস্ক: বৃহন্মুম্বই পুরসভার (bmc) তরফে শুরু হল কঙ্গনা রানাওয়াতের (kangana ranawat) অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কাজ। গতকালই বেআইনি নির্মাণের অভিযোগ তুলে অভিনেত্রীর মুম্বইয়ের অফিসে নোটিশ ঝোলায় বিএমসি। ২৪ ঘন্টার মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়। নতুবা বেআইনি নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। আজই শুরু হয়ে গেল অফিস ভাঙার কাজ।
কঙ্গনার আইনজীবী হাইকোর্টে আপিল করেছেন বিএমসির তরফে কঙ্গনার অফিস ভাঙা নিয়ে। আজই বেলা ১২:৩০টা নাগাদ হবে মামলার শুনানি। অপরদিকে হিমাচল প্রদেশ থেকে ইতিমধ্যেই মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন কঙ্গনা। মোহালি বিমানবন্দরে কড়া নিরাপত্তার বলয়ের মধ্যে দেখা গিয়েছে তাঁকে ও তাঁর দিদি রঙ্গোলি চান্দেলকে।
টুইটারে সকাল থেকেই ট্রেন্ড করছেন কঙ্গনা। আজই মুম্বই ফিরছেন তিনি। পাশাপাশি অভিনেত্রীর অফিস ভাঙার কাজ শুরু হওয়ায় অনেকেই পাশে দাঁড়িয়েছেন তাঁর। টুইটারে কঙ্গনার সমর্থনে সরব হয়েছেন নেটিজেনদের একাংশ।
Mumbai: Brihanmumbai Municipal Corporation (BMC) officials carry out demolition at Kangana Ranaut's office. pic.twitter.com/aepwSeFePb
— ANI (@ANI) September 9, 2020
Mumbai: Kangana Ranaut's lawyer files a plea in High Court against the demolition drive by Brihanmumbai Municipal Corporation (BMC) at her property. Hearing to take place at 12.30 pm today. https://t.co/mk1bHPE93r
— ANI (@ANI) September 9, 2020
#WATCH Mumbai: Brihanmumbai Municipal Corporation (BMC) officials carry out demolition at Kangana Ranaut's property. pic.twitter.com/ztn2L0Jg54
— ANI (@ANI) September 9, 2020
সোমবার বৃহন্মুম্বই পুরসভার বিরুদ্ধে তোপ দাগতেই মঙ্গলবার অভিনেত্রীর অফিসে কাজ বন্ধ করার নোটিশ টাঙালো বিএমসি। অফিস নির্মাণে বেআইনি ভাবে কাঠামো তৈরির অভিযোগ আনা হয়েছে বিএমসির তরফে।
গতকাল সোমবার একটি টুইট করে কঙ্গনা জানান, অবৈধ ভাবে তৈরির অভিযোগ এনে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে তাঁর অফিস। বিনা নোটিশেই এই কাজ করা হচ্ছে বলে জানান তিনি। রাত পোহাতেই কঙ্গনার অফিসে কাজ বন্ধ করার নোটিশ ঝোলালো বিএমসি। মিউনিসিপ্যাল কর্পোরেশন আইনের আওতায় ৩৫৪/এ সেকশনে একটি তিন পাতার নোটিশ ঝোলানো হয় কঙ্গনার অফিসে।
#WATCH: Actor Kangana Ranaut reaches Mohali International Airport, she will be leaving for Mumbai shortly. pic.twitter.com/stVmh8ZXZJ
— ANI (@ANI) September 9, 2020
#WATCH Himachal Pradesh: Actor Kangana Ranaut offered prayers at a temple in Kothi area of Hamirpur district earlier today.
She is en route Chandigarh from Mandi District. From Chandigarh, she will be leaving for Mumbai. pic.twitter.com/Yvls0VA4To
— ANI (@ANI) September 9, 2020
২৪ ঘন্টার মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নতুবা বেআইনি নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। একটি টুইটে কঙ্গনা লেখেন, ‘আমার বন্ধুদের সমালোচনার জন্য বিএমসি আজ কোনো বুলডোজার নিয়ে আসেনি বরং তারা একটি নোটিশ ঝুলিয়ে দিয়ে গিয়েছে আমার অফিসে লিকেজের কাজ বন্ধ করার নির্দেশ দিয়ে। আমি অনেক ঝুঁকি নিয়েছি কিন্তু আপনাদের থেকে অনেক ভালবাসা ও সমর্থন পেয়েছি।’
#WATCH: Actor Kangana Ranaut at Mohali International Airport, she will be leaving for Mumbai shortly. pic.twitter.com/nacEgRTyr5
— ANI (@ANI) September 9, 2020
সোমবার একটি ভিডিও টুইট করে কঙ্গনা লেখেন, ‘এটা মণিকর্ণিকা ফিল্মের অফিস। ১৫ বছর ধরে পরিশ্রম করে এই অফিস তৈরি করেছি আমি। আমি চেয়েছিলাম কোনোদিন ছবির পরিচালক হতে পারলে যেন নিজের অফিস থাকে। কিন্তু সেই স্বপ্ন এখন ভেঙে যাওয়ার পথে। কারন হঠাতই বিএমসির কয়েকজন অফিসার আমার অফিসে হামলা করেছেন।’