বাংলা হান্ট ডেস্ক: চাকরির ক্ষেত্রে প্রত্যেক কর্মচারীই চান যাতে তাঁদের কাজ এবং পরিশ্রম স্বীকৃতি পায় সকলের কাছে। কোম্পানিগুলির ক্ষেত্রে সেগুলি বিশেষভাবে লক্ষ্য রাখেন কর্মকর্তারা। কিন্তু, বর্তমান অচলাবস্থায় যখন মাত্র কিছু মিনিটের মধ্যেই চলে যাচ্ছে চাকরি, ঠিক সেই আবহেই কর্মচারীদের জন্য এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করল চেন্নাই-ভিত্তিক একটি সফ্টওয়্যার কোম্পানি।
কর্মচারীদের সততা, আনুগত্য এবং কাজের প্রতি আস্থা দেখে এবার কোটি টাকা মূল্যের গাড়ি উপহার দেওয়া হল কর্মীদের। আর এই বিরল ঘটনাতেই অবাক হয়েছেন সকলে। “Kissflow Inc” নামক ওই সংস্থার কর্মচারীদেরই হাতে তুলে দেওয়া হয় বিলাসবহুল গাড়িগুলি। এই প্রসঙ্গে সংস্থার সিইও জানিয়েছেন, কোম্পানির প্রতি কর্মচারীদের আনুগত্যের জন্য ১ কোটি টাকারও বেশি মূল্যের পাঁচটি BMW গাড়ি উপহার বাবদ দেওয়া হয়েছে।
তবে, এই বিরাট উপহারের অনুষ্ঠানটি গোপন রাখা হয়েছিল ওই সংশ্লিষ্ট কর্মচারীদের কাছ থেকে। এমনকি, পাঁচজন গাড়ি প্রাপকের মধ্যে কয়েকজনকে ওই অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে জানানো হয়েছিল যে তাঁরা একটি বিলাসবহুল গাড়ির মালিক হতে চলেছেন।
এই প্রসঙ্গে সংস্থার সিইও সুরেশ সাম্বান্দম পিটিআইকে জানিয়েছেন যে, নির্বাচিত পাঁচজন কর্মচারী প্রথম থেকেই কোম্পানির সাথে ছিলেন এবং মহামারী চলাকালীন কোম্পানিকে বিপুলভাবে সহায়তা করেছিলেন তাঁরা। তিনি আরও বলেন, কিছু কর্মচারীকে কোম্পানিতে যোগদানের আগে বেশ কিছু চ্যালেঞ্জেরও সম্মুখীন হতে হয়েছিল।
এছাড়াও, কঠিন ব্যবসায়িক পরিবেশে লক্ষ্য স্থির রাখার চেষ্টাতেও কোম্পানিটি অনেক বাধার সম্মুখীন হয় বলেও জানান তিনি। কিছু বিনিয়োগকারী মহামারীর সময়ে কোম্পানির কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশও করেছিলেন।
তিনি আরও জানান, “মহামারী চলাকালীন, বিনিয়োগকারীরা নিশ্চিত ছিলেন না যে এই কোম্পানিটি টিকে থেকে একটি ভবিষ্যত গড়ে তুলবে কিনা। আজ আমরা খুব খুশি যে আমরা বিনিয়োগকারীদের অর্থ ফেরত দিয়েছি এবং এখন এটি একটি সম্পূর্ণ মালিকানাধীন ব্যক্তিগত কোম্পানিতে পরিণত হয়েছে।”
গত শুক্রবার এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে, মহাসমারোহের সাথে পাঁচটি নতুন BMW 530d গাড়ি একে একে ঘুরতে থাকে এবং পাঁচজন সদস্যের নিজ নিজ পরিবারের সাথে সমান্তরালভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় সেগুলি। এই প্রসঙ্গে কোম্পানির সিইও আরও উল্লেখ করেছেন যে, এই ঘটনা অন্য সমস্ত কর্মচারীদের কঠোর পরিশ্রম করার জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে।