বাংলা হান্ট ডেস্ক: যত দিন এগোচ্ছে ততই সর্বত্র বৈদ্যুতিক যানবাহনের প্রতি আকৃষ্ট হচ্ছেন সকলে। এমতাবস্থায়, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে EV-র একের পর এক দুর্ধর্ষ মডেল লঞ্চ করছে প্রস্তুতকারী সংস্থাগুলি। সেই রেশ বজায় রেখেই এবার BMW Motorrad-এর নতুন ইলেকট্রিক স্কুটার CE-04 লঞ্চ হতে চলেছে ভারতে।
এমতাবস্থায় মনে করা হচ্ছে যে, এটাই হবে ভারতের সবচেয়ে দামি ইলেকট্রিক স্কুটার। শুধু তাই নয়, দুর্দান্ত স্টাইলিশ লুকের সাথে এই ই-স্কুটারটি নিয়ে এসেছে কোম্পানি। তবে, এই বৈদ্যুতিক যানটির এক্স-শোরুম মূল্য প্রায় ২০ লক্ষ টাকা হতে পারে বলে আশা করা হচ্ছে। মূলত, ওই স্কুটারে ৮.৯ kWh-এর ব্যাটারি রয়েছে। যা একবার চার্জেই ১২৯ কিলোমিটার পর্যন্ত রেঞ্জের সুবিধা প্রদান করে। যদিও, এখনও পর্যন্ত সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে এই স্কুটারের লঞ্চের কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
BMW CE 04-এর গতি অবাক করবে সবাইকে: জানিয়ে রাখি যে, BMW CE 04 স্কুটারটির সামনে এবং পেছনে ১৫ ইঞ্চির চাকা রয়েছে। এই স্কুটারে থাকা ৮.৯ kWh-এর ব্যাটারিটি একটি লিকুইড কুল্ড ইলেকট্রিক মোটরের সাথে সংযুক্ত রয়েছে। এমতাবস্থায়, এই সিস্টেমটি স্কুটারের জন্য কমপক্ষে ২০ bhp শক্তি উৎপাদন করে। পাশাপাশি, মোটরের সর্বোচ্চ পাওয়ার আউটপুট হল ৪২ hp এবং সর্বোচ্চ টর্ক হল ৬২ Nm। শুধু তাই নয়, এই বৈদ্যুতিক স্কুটারটি মাত্র ২.৬ সেকেন্ডে ০-৫০ kmph এবং ১০ সেকেন্ডে ০-১০০ kmph গতিবেগ তুলে ফেলতে পারে। এই ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতিবেগ হল প্রতি ঘন্টায় ১২০ কিলোমিটার। ওয়ার্ল্ড মোটরসাইকেল টেস্ট সাইকেল (WMTC) টেস্টিং প্রোগ্রাম অনুসারে এই স্কুটারের লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাকটি একক চার্জে ১২৯ কিমি রেঞ্জ পর্যন্ত যেতে পারে।
BMW CE 04 স্কুটারে রয়েছে দুর্দান্ত কিছু ফিচার্স: আগেই জানানো হয়েছে যে, এই স্কুটারের ডিজাইনটি দুর্দান্ত। এটির একদম সামনে একটি ছোট ভাইজার সহ একটি LED হেডল্যাম্প রয়েছে। পাশাপাশি, এটির একটি সিঙ্গেল সিট রয়েছে। যা আকারে বেশ লম্বা। ফুট রেস্টও দেওয়া হয়েছে বেশ বড়। এছাড়াও, স্কুটারটিতে একটি ১০.২৫ ইঞ্চির TFT ডিসপ্লে রয়েছে। এতে রাইডিংয়ের সময় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য রাইডারের কাছে দৃশ্যমান হয়। পাশাপাশি, BMW CE 04 স্কুটারে ব্লুটুথ সাপোর্ট, ট্র্যাকশন কন্ট্রোলের মত ফিচার্সও রয়েছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই স্কুটারটির ধারণা প্রথমে ২০১৭ সাল নাগাদ সামনে আসে। পাশাপাশি, ২০২০ সালে এটির নিয়ার প্রোডাকশন মডেলটি প্রস্তুত করা হয়। এরপরে, স্কুটারটির ফাইনাল প্রোডাকশন রেডি মডেলটি ২০২১ সালের জুলাই মাসে পেশ করা হয়েছিল। এমতাবস্থায়, চলতি বছর এই বৈদ্যুতিক স্কুটারটি বিশ্বজুড়ে লঞ্চ হতে চলেছে।