বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড BCCI (Board of Control for Cricket in India) প্রায় ৪০ দিন অপেক্ষার পর নতুন সচিব পেল। যেখানে প্রাক্তন সচিব জয় শাহের উত্তরসূরি পদে আনুষ্ঠানিক অনুমোদনের সিলমোহর দেওয়া হয়েছে। এমতাবস্থায়, রবিবার মুম্বাইতে সম্পন্ন হওয়া BCCI-এর বার্ষিক সাধারণ সভায় আসামের দেবজিৎ সাইকিয়া সচিব পদে নির্বাচিত হয়েছেন। অপরদিকে পাঞ্জাবের প্রভতেজ সিংকে কোষাধ্যক্ষ পদের জন্য বোর্ড নির্বাচিত করেছে।
BCCI (Board of Control for Cricket in India) পেল নয়া সচিব:
জয় শাহের স্থলাভিষিক্ত হলেন দেবজিৎ সাইকিয়া: প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘদিন BCCI (Board of Control for Cricket in India)-এর সচিব পদে থাকা জয় শাহ সম্প্রতি ICC-র সভাপতি হওয়ার পর থেকেই BCCI সচিবের পদটি শূন্য ছিল। অবশেষে শনিবার BCCI সচিব পদের জন্য দেবজিৎ সাইকিয়ার নাম পেশ করে এবং রবিবার আনুষ্ঠানিকভাবে তাঁর নাম অনুমোদন করা হয়।
এদিকে, BCCI (Board of Control for Cricket in India)-এর নতুন সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া সম্পর্কে বলতে গেলে জানাতে হয় যে তিনি আসামের বাসিন্দা। ৫৫ বছর বয়সী সাইকিয়া আসামের রঞ্জি দলের উইকেটরক্ষক ব্যাটার। আসামের হয়ে ৪ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। দেবজিৎ পেশায় একজন আইনজীবী এবং আসাম সরকারে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার অ্যাডভোকেট জেনারেল পদেও অধিষ্ঠিত হয়েছেন। তিনি আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০২২ সালে BCCI-তে প্রবেশ করেন ও বোর্ডে যুগ্ম সচিবের পদে অধিষ্ঠিত ছিলেন।
আরও পড়ুন: এবার বিরাট নজির গড়লেন আম্বানি কন্যা! এই সংস্থার সাথে মেলালেন হাত, অবাক গোটা বিশ্ব
কোষাধ্যক্ষ করা হয় প্রভজেত সিং ভাটিয়াকে: অন্যদিকে, বোর্ড প্রভজেত সিং ভাটিয়াকে কোষাধ্যক্ষ নির্বাচিত করেছে। এই পদে আশিস শেলারের স্থলাভিষিক্ত হবেন প্রভজেট। আশিস শেলারও দীর্ঘদিন কোষাধ্যক্ষ ছিলেন। কিন্তু সম্প্রতি তিনি মহারাষ্ট্র সরকারের ক্যাবিনেট মন্ত্রীর পদ গ্রহণ করেছেন। এরপর বোর্ডে ওই পদটি শূন্য ছিল। BCCI (Board of Control for Cricket in India)-এর এই দুই নতুন আধিকারিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কারণ এই দুটি পদে আর কেউ মনোনয়ন দেননি।
আরও পড়ুন: সমস্ত জল্পনার অবসান! কবে অধিনায়কত্ব ছাড়ছেন রোহিত? রাখঢাক না রেখে জানিয়ে দিলেন বোর্ডকে
এদিকে, BCCI (Board of Control for Cricket in India)-এর নির্বাচন আধিকারিক এ কে জোথি তাঁর ঘোষণায় বলেছেন, আধিকারিকদের দুটি নির্বাচিত পদ-সচিব এবং কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্ট দু’টি পদের জন্য ভোটগ্রহণের আর প্রয়োজন নেই।