BCCI-এর আয় কমানোর চেষ্টা! কড়া জবাব দিল ICC, ব্যাপারটা কী?

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (WCA) সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে। শুধু তাই নয়, সেখানে ক্রিকেটে একাধিক বড় পরিবর্তনের পরামর্শও দেওয়া হয়েছে। আসলে, WCA ICC-র রেভিনিউ মডেল নিয়ে প্রশ্ন তোলে এবং BCCI (Board of Control for Cricket in India)-এর শেয়ার কমানোর কথাও বলা হয়। শুধু তাই নয়, WCA IPL সহ সমস্ত T20 লিগ নিয়েও প্রশ্ন তুলেছিল। এমতাবস্থায়, BCCI-এর নেতৃত্বে ICC-র সদস্যরা এবার WCA রিপোর্টের উপযুক্ত জবাব দিয়েছেন। মূলত, জিম্বাবোয়েতে সম্প্রতি ৪ দিনের বৈঠকে, আইসিসির চিফ এক্সিকিউটিভ কমিটি (CEC) রিপোর্টটি নিয়ে আলোচনা করে এবং স্পষ্ট করে দেয় যে খেলোয়াড়দের হয় IPL খেলা উচিত নয়তো WCA-কে সমর্থন করে লিগ থেকে সরে আসা উচিত।

BCCI (Board of Control for Cricket in India)-এর আয় কমানোর চেষ্টা:

কী জানিয়েছে WCA: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, WCA বলেছে যে তারা খেলোয়াড়দের প্রতিনিধিত্ব করে। কিন্তু ICC CEC সভায় WCA-কে জানায় যে, ক্রিকেটাররা তাদের নিজ নিজ দেশের বোর্ডের প্রতিনিধিত্ব করে। এই বৈঠকে, BCCI (Board of Control for Cricket in India) একটি কঠোর অবস্থান গ্রহণ করে। যেখানে অন্যান্য সদস্যরা WCA-কে সমর্থন করে। ভারতীয় বোর্ডের সরাসরি বার্তা ছিল যে, খেলোয়াড়দের IPL এবং WCA-র মধ্যে একটি বেছে নেওয়া উচিত। এছাড়াও, তারা বলে যে গেমিং রাইটস থেকে আয়ের অংশের বিষয়টি কারোরই বিষয় নয়। একজন খেলোয়াড় তার ক্রিকেট বোর্ডের প্রতিনিধিত্ব করেন এবং সেই ক্রিকেট বোর্ডের সদস্যরা ICC গঠন করেন। এতে WCA-র কোনও ভূমিকা নেই। BCCI-এর সকল সদস্য এই বিষয়ে একমত ছিলেন।

 Board of Control for Cricket in India ICC Update.

WCA রিপোর্টের ওপর আলোচনার সময় উপস্থিত একজন সদস্য বলেন, “তারা (WCA) কারা? ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন কী? তারা কোথা থেকে এসেছে? আমার কাছে তারা অপ্রয়োজনীয় শব্দ করা একটি ট্রেড ইউনিয়ন ছাড়া আর কিছুই নয়। খেলোয়াড়দের স্বার্থের ব্যাপারে সে মোটেও চিন্তিত নয়। তারা কেবল মনোযোগ অন্যদিকে সরাতে চায়। যদি ICC এই ধরনের ট্রেড ইউনিয়নের প্রতি প্রতিক্রিয়া দেখায় বা তাদের উৎসাহিত করে, তাহলে খেলাটি সঠিক জায়গায় থাকবে না।”

আরও পড়ুন: মুর্শিদাবাদের ঘটনায় তাঁর বিরুদ্ধেই উস্কানির অভিযোগ আনেন সেলিম! খোলা চিঠি দিয়ে কী জানালেন কার্তিক মহারাজ?

BCCI-এর আয় কমাতে চাওয়া হয়েছিল: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, WCA তার ৩১ পৃষ্ঠার রিপোর্টে একাধিক বড় পরিবর্তনের পরামর্শ দিয়েছে। সেই পরামর্শের সবচেয়ে বড় বিষয় ছিল ICC-র রেভিনিউ মডেলের পরিবর্তন। সেখানে বলা হয়, ৮৩ শতাংশেরও বেশি আয় বিশ্বের মাত্র ৩ টি দেশের (ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড) বোর্ডে যাচ্ছে। যেখানে বিসিসিআই সর্বোচ্চ ৩৮.৫ শতাংশ শেয়ার পাচ্ছে।

আরও পড়ুন: ঢাকার “এই” পদক্ষেপের কারণেই ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে ভারত! সামনে এল আসল সত্যি

WCA-এর মতে, এই রেভিনিউ মডেলের কারণে ক্রিকেট বিকশিত হতে পারছে না। একই সাথে, খেলোয়াড়রা তাঁদের আয় অনুযায়ী বেতন পাচ্ছেন না বলেও দাবি করা হয়। তাই, শীর্ষ ২৪ টি দেশকে ICC-র আয়ের সর্বনিম্ন ২ শতাংশ এবং সর্বোচ্চ ১০ শতাংশ অংশ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর অর্থ হল BCCI (Board of Control for Cricket in India)-এর অংশ ৩৮.৫ শতাংশ থেকে কমে ১০ শতাংশ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X