ক্যানসারে আক্রান্ত ভারতের এই প্রাক্তন তারকা ক্রিকেটার! ১ কোটি টাকা দিয়ে সাহায্য BCCI-এর

বাংলা হান্ট ডেস্ক: ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড় বর্তমানে ব্লাড ক্যানসারের সাথে লড়াই করছেন। এমতাবস্থায়, অংশুমানের শারীরিক অবস্থার প্রসঙ্গটি সামনে এনেছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক কপিল দেব। যার পরিপ্রেক্ষিতে এবার বড় সিদ্ধান্ত নিল BCCI (Board of Control for Cricket in India)। মূলত, BCCI-এর তরফে অংশুমান গায়কোয়াড়কে সাহায্য করার লক্ষ্যে ১ কোটি টাকার ফান্ড জারি করা হয়েছে।

অংশুমান গায়কোয়াড়ের জন্য BCCI (Board of Control for Cricket in India)-এর বড় সিদ্ধান্ত:

প্রসঙ্গত উল্লেখ্য যে, অংশুমান লন্ডনে থাকলেও এখন তিনি বরোদায় ফিরে এসেছেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। সংবাদ সংস্থা ANI-এর মতে, BCCI-এর এপেক্স কাউন্সিল জানিয়েছে যে, BCCI সেক্রেটারি জয় শাহ ক্যান্সারে আক্রান্ত ভারতের কিংবদন্তি ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়কে আর্থিক সহায়তা প্রদানের জন্য অবিলম্বে BCCI-কে ১ কোটি টাকা জারি করার নির্দেশ দিয়েছেন। এছাড়াও, জয় শাহ গায়কোয়াড়ের পরিবারের সঙ্গেও কথা বলেছেন এবং পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি সহায়তার আশ্বাস দিয়েছেন।

   

Board of Control for Cricket in India is helping this former cricketer of India.

কপিল দেবের আবেদনেই পড়েছে প্রভাব: সম্প্রতি, ১৯৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব গায়কোয়াড়কে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন এবং তাঁকে সাহায্য করার জন্য BCCI (Board of Control for Cricket in India)-এর কাছে আবেদনও করেছিলেন।

আরও পড়ুন: চমকের পর চমক! অনন্ত-রাধিকার বিয়েতে উপস্থিত VIP অতিথিরা পেলেন ২ কোটির স্পেশাল গিফট

আরও জানা গেছে যে, সুনীল গাভাস্কার থেকে শুরু করে রবি শাস্ত্রী, দিলীপ বেঙ্গসরকর, মহিন্দর অমরনাথ, সন্দীপ পাতিল, মদন লাল এবং কীর্তি আজাদদের মতো ভারতের একাধিক প্রাক্তন ক্রিকেটার গায়কোয়াড়কে সাহায্য করার জন্য অর্থ সংগ্রহ করছেন। তারপরেই এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিচার করে BCCI (Board of Control for Cricket in India)।

আরও পড়ুন: ট্রাম্পের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চিন্তিত মোদী! দিলেন বড় প্রতিক্রিয়া, তীব্র নিন্দা রাহুল গান্ধীর

অংশুমান গায়কোয়াড়ের কেরিয়ার: জানিয়ে রাখি যে, অংশুমান গায়কোয়াড় ১৯৭৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে খেলেছেন। ১৯৭৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর টেস্ট অভিষেক ঘটে। ওই সময়ের মধ্যে, গায়কোয়াড় ভারতের হয়ে ৪০ টি টেস্ট এবং ১৫ টি ODI ম্যাচ খেলেন। টেস্টে তিনি ১,৯৮৫ রান করেন এবং ২ টি উইকেট নেন। এদিকে, তিনি ODI-তে মোট ২৬৯ রান করেছিলেন। এছাড়াও, ১৯৯৮ থেকে ১৯৯৯ এবং ফের ২০০০ সাল পর্যন্ত টিম ইন্ডিয়ার কোচ ছিলেন অংশুমান গায়কোয়াড়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর