বাংলা হান্ট ডেস্ক: জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পরেই রীতিমতো গর্জে ওঠে সমগ্র ভারত। ওই হামলায় প্রাণ হারান ২৬ জন। যাঁদের মধ্যে অধিকাংশজনই ছিলেন পর্যটক। এদিকে, ওই জঙ্গি হামলায় পাক জঙ্গিগোষ্ঠীর যোগ থাকার প্রমাণ মিলেছে। তারপরেই পাকিস্তানকে যোগ্য জবাব দিতে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। শুধু তাই নয়, ইতিমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে “অপারেশন সিঁদুর” অভিযান। তারপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এমতাবস্থায়, এর প্রভাব ক্রিকেটেও দেখা গেছে। ভারতে ইতিমধ্যেই IPL স্থগিত করতে হয়েছে। এর পাশাপাশি পাকিস্তানকেও তাদের PSL বন্ধ করতে হয়েছে। এদিকে, ঠিক এই আবহেই BCCI (Board of Control for Cricket in India) এবং তার প্রাক্তন সভাপতি জয় শাহ পাকিস্তান ক্রিকেটকে এবার বড় ঝটকা দিয়েছেন।
পাকিস্তানের ক্রিকেটকে বড় ঝটকা দিল BCCI (Board of Control for Cricket in India):
২৪ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন: জানিয়ে রাখি যে, ভারত ও পাকিস্তানের সীমান্তে উত্তেজনা বাড়তে শুরু করার সাথে সাথেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দ্রুত তাদের ক্রিকেট লিগ বন্ধ করতে হয়েছিল। গত ৮ মে, পাকিস্তান ক্রিকেট বোর্ড গভীর রাতে ঘোষণা করে যে PSL-এর বাকি ৮ টি ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) সম্পন্ন হবে। কিন্তু, এই ঘোষণা করার ২৪ ঘন্টার মধ্যেই আগামী ৯ মে PCB ঘোষণা করে যে, ওই টুর্নামেন্টটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
BCCI-এর সাথে জয় শাহের সম্পর্কের প্রভাব: প্রসঙ্গত উল্লেখ্য, পাকিস্তানি বোর্ডের এহেন ঘোষণার আগেই খবর আসতে শুরু করেছিল যে আমিরশাহী ক্রিকেট বোর্ড তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে এবং পাকিস্তানকে এই বিষয়টিতে প্রত্যাখ্যান করবে। শেষ পর্যন্ত সেটাই ঘটল। এখন একটি রিপোর্টে প্রকাশ পেয়েছে যে, এর একটি বড় কারণ হল BCCI (Board of Control for Cricket in India) এবং আমিরশাহী বোর্ডের মধ্যে সুসম্পর্ক।
আরও পড়ুন: কথা রাখল না পাকিস্তান! কয়েক ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতি লঙ্ঘন পড়শি দেশের, পাল্টা জবাব ভারতের
বিশেষ করে BCCI-এর প্রাক্তন সচিব এবং বর্তমান ICC চেয়ারম্যান জয় শাহের সাথে ECB (Emirates Cricket Board)-র ভালো সমন্বয় এবং সম্পর্ক রয়েছে। শাহের আমলেই BCCI সংযুক্ত আরব আমিরশাহীতে IPL-এর পুরো দেড় মরশুম আয়োজন করেছিল। এদিকে, ২০২১ সালের T20 বিশ্বকাপও একই দেশে আয়োজিত হয়েছিল।
আরও পড়ুন: বাবা পরমাণু বিজ্ঞানী হয়েও লাদেনের সহযোগী! অথচ ছেলে পাক সেনার মুখপাত্র, অবাক কাণ্ড পাকিস্তানে
ওই রিপোর্টে ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন আধিকারিকের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে, সীমান্তে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে চুপ থাকা অসম্ভব। এমন পরিস্থিতিতে, ভারতীয় ক্রিকেট বোর্ড ECB-কে তার উদ্দেশ্য জানিয়েছিল এবং এর প্রভাব আমিরশাহী বোর্ডের মনোভাবের মধ্যে দেখা গেছে। রিপোর্টে একজন ECB আধিকারিকের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, “BCCI (Board of Control for Cricket in India) এবং জয় ভাইয়ের জন্য আমরা এটা করতেই পারি।” সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আমিরাশাহী বোর্ডের প্রধান মুবাশ্বির উসমানি ভারতীয় বংশোদ্ভূত এবং তিনি মুম্বাই থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়েছিলেন।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: