বাংলা হান্ট ডেস্ক: পহেলগাঁও হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এদিকে, পাকিস্তানি ক্রিকেটাররা প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাচ্ছেন। তবে, তাঁদের এই স্পর্ধার পরিণতি এবার ভোগ করতে হতে পারে। ভারত সরকার ইতিমধ্যেই বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি, এটাও এবার BCCI (Board of Control for Cricket in India)-ও পাহেলগাঁও হামলার প্রতিবাদে কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে মনে করা হচ্ছে।
কী পদক্ষেপ নেবে BCCI (Board of Control for Cricket in India):
জানিয়ে রাখি যে, চলতি বছরের সেপ্টেম্বরে T20 ফরম্যাটে এশিয়া কাপ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। যার আয়োজক হল ভারত। এদিকে ২০২৬ সালের T20 বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেট দলকে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট থেকে বাদ দিতে পারে ভারত। ইতিমধ্যেই এই দাবি করেছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার।
কী জানিয়েছেন গাভাস্কার: ইতিমধ্যেই সুনীল গাভাস্কার জানিয়েছেন যে, পহেলগাঁও জঙ্গি হামলার পর পরিস্থিতি বদলে গিয়েছে। এমতাবস্থায়, পাকিস্তানের তরফে এখন এশিয়া কাপে অংশগ্রহণ করা অসম্ভব বলে মনে হচ্ছে। তাঁর মতে, BCCI (Board of Control for Cricket in India) সর্বদা ভারত সরকারের নির্দেশ মেনে চলে এবং এশিয়া কাপেও এর অন্যথা হবে না।
গাভাস্কার বলেন, “BCCI (Board of Control for Cricket in India)-এর অবস্থান সবসময়ই ভারত সরকার যা করতে বলে তাই করা। তাই আমি মনে করি না এশিয়া কাপের ক্ষেত্রে এতে কোনও পরিবর্তন আসবে। ভারত এবং শ্রীলঙ্কা এশিয়া কাপের এই সংস্করণটি আয়োজন করছে। সেই কারণেই আমি আর পাকিস্তানকে এশিয়া কাপের অংশ হতে দেখছি না।” তবে, তিনি স্পষ্টভাবে বলেছেন যে আগামী দুই মাসে দুই দেশের সম্পর্ক কেমন থাকে তার ওপর অনেক কিছু নির্ভর করবে।
আরও পড়ুন: সব হম্বিতম্বি শেষ! অন্ধকার থেকে বাঁচতে আদানির অ্যাকাউন্টে টাকা পাঠাল বাংলাদেশ
ACC বিলুপ্ত হতে পারে: সুনীল গাভাস্কারের মতে, পাকিস্তানকে বাদ দেওয়ার জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) ভেঙে দেওয়া যেতে পারে। এর অর্থ হল ACC-র ভবিষ্যৎও বিপদের মধ্যে রয়েছে এবং যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে এটির অস্তিত্বই বিলুপ্ত হয়ে যাবে। তিনি বিশ্বাস করেন যে, এশিয়া কাপের পরিবর্তে, কেবল ৩ বা ৪টি দেশের মধ্যে একটি টুর্নামেন্ট খেলা যেতে পারে।
আরও পড়ুন: একী কাণ্ড! IPL-এ অভিষেক শর্মাকে লাথি মারলেন শুভমান গিল? ভিডিও ভাইরাল হতেই শুরু সমালোচনা
পাকিস্তানকে বাদ দেওয়ার বিষয়ে সুনীল গাভাস্কার বলেন যে, “আমি জানি না এটা কীভাবে হবে। হয়তো ACC ভেঙে দেওয়া হবে, এবং শুধুমাত্র ৩ টি দেশেই হয়তো সফর করা যাবে। যেখানে ৩ টি দেশের টুর্নামেন্ট হতে পারে। অথবা ৪ টি দেশের টুর্নামেন্ট হতে পারে। যেখানে হংকং বা সংযুক্ত আরব আমিরাশাহীকে আমন্ত্রণ জানানো যেতে পারে। তবে এটা নির্ভর করছে আগামী কয়েক মাসের মধ্যে কী ঘটবে তার ওপর।”
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: