ববি হাকিম আগামী ভোটে জিতবে না চ্যালেঞ্জ অর্জুন সিং

Published On:

বাংলাHunt :গতকাল বিজেপি কোর কমিটির বৈঠক হয় সেখানে দলের কিভাবে সুষ্ঠুভাবে পরিচালনা হবে সেই দিকে নজর দেন দিল্লি এবং রাজ্যের উচ্চ নেতৃত্ব। সেই পরিপ্রেক্ষিতে অর্জুন সিং বলেন আমাকে মমতা ব্যানার্জি হারাতে পারেনি, অভিষেক ব্যানার্জি হারাতে পারিনি, এবং ফিরহাদ হাকিম হারাতে পারিনি।

আমি বলছি আগামী নির্বাচনে ববি হাকিম জিততে পারবেন না। কারণ যখন তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করে সেই সময় তার ওপর কঠোর নিয়ন্ত্রণ করছিলে ববি হাকিম।

অবশেষে অর্জুন সিং জয়লাভের পর দক্ষিণ কলকাতায় গিয়ে তিনি বলেন ববি হাকিম আগামী ভোটে জিততে পারবেন না।

X