বোধির পাকামো টিকল না বেশিদিন, মাত্র পাঁচ মাসেই শেষ হয়ে যাচ্ছে জি এর এই সিরিয়ালটিও

বাংলাহান্ট ডেস্ক: বছর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লাইন দিয়ে শেষ হচ্ছে একের পর এক সিরিয়ালও (Serial)। প্রথম সারির দুই চ‍্যানেল তো বটেই, পিছিয়ে নেই অন‍্য চ‍্যানেলগুলিও। নতুন ধরণের গল্প নিয়ে আশা জাগিয়ে শুরু হলেও কয়েক মাস চলতে না চলতেই দাঁড়ি পড়ে যাচ্ছে মেগাগুলোয়। জি বাংলায় একসঙ্গে  চার পাঁচটি সিরিয়াল শেষ হয়ে যাচ্ছে।

পিলু, লালকুঠি, এই পথ যদি না শেষ হয় এর পর আরো দুটি সিরিয়াল বন্ধের মুখে। উড়ন তুবড়ি এবং বোধিসত্ত্বর বোধবুদ্ধি (Bodhisattwor Bodhbuddhi)। দুটিই চ‍্যানেলের নতুন সিরিয়াল। মোটে কয়েক মাস হল শুরু হয়েছে। কিন্তু দুটোর কোনোটাই প্রথম থেকে ভাল টিআরপি দিতে পারেনি।

bodhisattwor bodhbuddhi

ছোটদের সিরিয়ালের ক্ষেত্রে জি এর ভাগ‍্য বেশ ভাল। এর আগে ‘ভুতু’ সুপারহিট হয়েছিল‌। সেই ভাবনা থেকেই এবারেও ছোটদের নিয়ে শুরু হয়েছিল বোধিসত্ত্বর বোধবুদ্ধি। মাত্র আট বছরের এক পুঁচকে হল বোধি। কিন্তু ঢাউস চশমা, পেতে আঁচড়ানো চুল আর দুরন্ত বুদ্ধি নিয়ে যেকোনো প্রাপ্তবয়স্ককে অবাক করে দিতে পারে বোধি।

প্রথম এক দু সপ্তাহ সেরা দশের তালিকার একেবারে নীচের দিকে জায়গা করে নিলেও অচিরেই দর্শক মুখ ঘুরিয়ে নেয় বোধিসত্ত্বর বোধবুদ্ধি থেকে। বরং অনেকে অভিযোগ করেছিল, এত ছোট ছেলে বোধি, কিন্তু তার হাবভাব বড়দেরও হার মানাবে। বোধির পাকামো পছন্দ হচ্ছিল না অনেকেরই। শেষমেষ শেষই করে দেওয়া হচ্ছে সিরিয়ালটি।

ইতিমধ‍্যেই হয়ে গিয়েছে অন্তিম পর্বের শুটিং। সেটে সকলেরই মন খারাপ। শিশুশিল্পীদের সঙ্গে সঙ্গে বড়রাও বিষন্ন। মাত্র পাঁচ মাস হল শুরু হয়েছিল বোধিসত্ত্বর বোধবুদ্ধি। এর মধ‍্যেই সিরিয়াল শেষ হয়ে যাবে তা কেউই ভাবতে পারেনি। রাত দশটার স্লটে সম্প্রচারিত হত সিরিয়ালটি। বোধিসত্ত্ব এবং উড়ন তুবড়ির বদলে শুরু হতে চলেছে তোমার খোলা হাওয়া এবং রাঙা বউ‌।

রাত সাড়ে নটার স্লটে শুরু হচ্ছে তোমার খোলা হাওয়া এবং রাত সাড়ে আটটায় দেখা যাবে রাঙা বউ। এই মুহূর্তে সাড়ে আটটায় সম্প্রচারিত হচ্ছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার। তবে রাঙা বউ শুরু হলে লক্ষ্মী কাকিমাকে কোন সময়ে পাঠানো হবে তা এখনো জানা যায়নি।

Niranjana Nag

সম্পর্কিত খবর