বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি দিনে স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপকহারে ভাইরাল হয়, যা দেখে নেটনাগরিকদের মনে করোনা ভ্যাকসিন (corona vaccine) নিয়ে নানারকম প্রশ্ন তৈরি হয়। ভাইরাল ভিডিওতে শিলিগুড়ির নেপাল চক্রবর্তী, তেহট্টের প্রবীর মণ্ডল, বসিরহাটের শংকর প্রামাণিকরা দাবি করেছিলেন, কোভিশিল্ড ভ্যাকসিন নিলেই শরীরে স্টিলের চামচ, ধাতুর পয়সা, হাতা, খুন্তির মতো জিনিস আটকে যাচ্ছে এবং পাউডার লাগিয়ে তা ছাড়াতে হচ্ছে। অবশেষে সেই বিষয়ের রহস্য ফাঁস করলেন বিশেষজ্ঞরা।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের হুগলি জেলার সংগঠকদের অন্যতম অমিত মুখোপাধ্যায়, রীতিমত হাতে কলমে পরীক্ষা করে দেখান, এই বিষয়ের সঙ্গে ভ্যাকসিনের কোন যোগাযোগ নেই। অমিতবাবু নিজে ভ্যাকসিনের দুটো ডোজই নিয়ে নিয়েছেন এবং তাঁর স্ত্রী এখনও একটিও ডোজ নেননি। তাঁরা দুজনেই তাঁদের শরীরে কিছু পয়সা আটকে ভাইরাল ভিডিওর দাবীকে অসত্য বলে প্রমাণ করে দেন।
ভাইরাল ভিডিওর হিসেব মত অমিতবাবুর শরীর চুম্বকে পরিণত হলেও, তাঁর স্ত্রীর শরীর কিন্তু চুম্বকে পরিণত হওয়ার কথা নয়। কারণ তিনি ভ্যাকসিনের কোন ডোজই নেননি। কিন্তু তা সত্ত্বেও তাঁদের দুজনের শরীরেই পয়সা আটকে গিয়েছিল। অমিত বাবু বৈজ্ঞানিক ব্যাখা দিয়ে জানান, ‘এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, যে শরীরে ধাতব বস্তু আটকে গিয়েছ। অনেক সময় বস্তুর আসঞ্জন বলের কারণে এমনটা হয়ে থাকে। আবার শরীরের ঘাম এবং অন্যান্য ক্ষরণের জন্যও এমনটা হয়ে থাকে। এর সঙ্গে কোভিশিল্ড টিকা নেওয়ার কোন বৈজ্ঞানিক ব্যাখা নেই’।
এপ্রসঙ্গে আবার বিজ্ঞান মঞ্চের সদস্য আরেক সদস্য সৌরভ চক্রবর্তী জানিয়েছেন, ‘করোনাকালে কিছু মানুষ এমন ধরণের ভুয়ো খবর রটিয়ে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছেন। প্রশাসনের উচিৎ, এইসকল মানুষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া’।