কুসংস্কার ও অন্ধকারাচ্ছন্নের জের- চিতাতেই উঠে বসল দেহ

Published On:

বাংলাহান্ট  ডেস্কঃ এখনও কুসংস্কার (Superstition) ও অন্ধকারাচ্ছন্নের (Of darkness) জেরে ঘটে যায় এমন মর্মান্তিক ঘটনা (Tragic event)। যা চাইলেও আর ফেরান যায় না। এমনই ঘটনা ঘটে গেল মধ্যপ্রদেশের রাইসেন জেলায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তি সাপের কামড় খাওয়ায় তাঁকে চিকিৎসকের কাছে না নিয়ে গিয়ে ওঝার কাছে নিয়ে যায় গ্রামের লোক ৷ সেই ওঝা নিজের তন্ত্রমন্ত্র ব্যবহার করার পর জানায় যুবকটি আর বেঁচে নেই ৷ তারপর সেইমতো সেই মৃত ব্যক্তির দেহ সৎকারের জন্য শশ্মানে নিয়ে যাওয়া হয় ৷

সেখানেই সৎকার প্রক্রিয়া চলার সময় হঠাৎই দেখা যায় ব্যক্তি মৃতদেহ হয়েও চিতার ওপরে উঠে বসেছে ৷ দেখেই কেউ কেউ অজ্ঞান হয়ে যায় ৷ কেউ আবার ভয়ে পালিয়ে যায় ৷  ফের একবার ওই সাপে কাটা ব্যক্তিকে হাসপাতালে না নিয়ে গিয়ে নিয়ে যাওয়া হয় ফের ওই ওঝার কাছে ৷

আবার ওঝার অত্যাচারে এবার সত্যিই মারা যায় ওই যুবক ৷ ঘটনার পর এলাকায় গভীর শোকের ছায়া ৷ কারণ দ্বিতীয়বার সুযোগ পেয়ে কেউ তাঁকে বাঁচাতে না পারার আক্ষেপ ছাড়তে পারছে না ৷

সম্পর্কিত খবর

X