অভিনেতা নাগার্জুনের বাড়ি থেকে উদ্ধার হল ব্যক্তির পচাগলা দেহ

বাংলা হান্ট ডেস্ক :  দক্ষিণী অভিনেতা নাগার্জুনের খামার বাড়ি থেকে উদ্ধার হল এক ব্যক্তির পচাগলা দেহ৷ বুধবার তেলেঙ্গানায় নাগার্জুনের খামার বাড়ি থেকে দেহটি উদ্ধার করে পুলিশ৷ দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ওই খামার বাড়ি থেকে দেহ উদ্ধার হওয়ার পর ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে৷ জানা গিয়েছে বেশ কিছুদিন আগে ওই খামার বাড়ি কিনেছেন অভিনেতা নাগার্জুন৷

Nagarjuna
Hyderabad: Actor Akkineni Nagarjuna stills from Telugu film “Manmadhudu 2” in Hyderabad. (Photo: IANS)

বুধবার সকালে কয়েকজন শ্রমিক ওই ফার্ম হাউস পরিষ্কার করতে গেলে হঠাত্ দুর্গন্ধ পান৷ কৌতূহল বশত এগিয়ে গেলেই ওই ব্যক্তির পচাগলা দেহ নজরে আসে শ্রমিকদের৷ এর পর খবর দেওয়া হয় কে সম পিট থানায়৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই ব্যক্তির মৃত্যু হয়েছে মাস আগেই৷ তবে পরিত্যক্ত ওই ফার্ম হাউসে কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তা নিয়েও প্রশ্ন উঠছে৷

তবে পুলিশের অনুমান ওই ব্যক্তি ফার্ম হাউসে ঢুকে আত্মহত্যা করেছেন৷ বলে অনুমান পুলিশের৷ কিন্তু ফার্ম হাউজে আসার পর থেকেই কোনও রকম সন্দেহজনক কিছু দেখেননি তাঁরা এমনটাই জানিয়েছেন নাগার্জুন৷ যদিও এই প্রথমবার নয় এর আগে মে মাসে শ্রমিক মৃত্যুর কারণে নাগার্জুনের নাম সংবাদের শিরোনামে আসে৷ এমনকি গত বছর জুন মাসে নাগার্জুনের বাড়ি থেকে এক দম্পতির দেহ উদ্ধার হয়৷

সম্পর্কিত খবর