‘ঝুঁকেগা নেহি…’, পুষ্পাকে ঘোল খাইয়ে বাংলায় অব্যাহত বহুরূপীর দাপট, ৭০ দিন পরেও হাউজফুল! শিবপ্রসাদ বললেন…

বাংলাহান্ট ডেস্ক : একটার পর একটা ছবি মুক্তি পাচ্ছে। বলিউড, দক্ষিণী ইন্ডাস্ট্রি, টলিউডের অব্যাহত ছবি মুক্তি। কিন্তু একটি ছবি এর মধ্যেও ঝোড়ো ব্যাটিং করে চলেছে। এমনকি বর্তমানে ‘পুষ্পা ২’ ঝড়ের মধ্যেও একটানা কামাল দেখাচ্ছে এই ছবি। কথা হচ্ছে ‘বহুরূপী’র (Bohurupi) সম্পর্কে। ‘টেক্কা’, ‘শাস্ত্রী’র মতো বাংলা ছবির পর ‘স্ত্রী ২’ কে টক্কর দিয়ে এবার ‘পুষ্পা ২’ কেও ঘোল খাওয়াচ্ছে শিবপ্রসাদ নন্দিতার ছবি। ৭০ দিন পার করে ফেলেছে বহুরূপী। এখনো কিছু জায়গায় ছবিটি হাউজফুল যাচ্ছে বলে দাবি করেছেন পরিচালক অভিনেতা।

বহুরূপীর (Bohurupi) সাফল্য নিয়ে অকপট শিবপ্রসাদ

সম্প্রতি একটি অ্যাপের টিকিট বুকিং এর স্ক্রিনশট শেয়ার করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সেখানে দেখা যায়, কলকাতার একাধিক মাল্টিপ্লেক্সের বেশ কিছু শো হাউজফুল। সেগুলি লাল হয়ে রয়েছে। পরিচালক লিখেছিলেন, ‘আজ “বহুরূপীর” ৭০তম দিন, আজকেও হাউসফুল, বুক-মাই-শোতে লাল হয়ে রয়েছে। এই ক্রিসমাসে আমাদের পরবর্তী ছবি ‘আমার বস’ মুক্তি পাওয়ার কথা ছিল। আমার পরিবেশক, রাজকুমার দামানী আমাকে বলেছিলেন, “শিবুদা, বহুরূপী গোটা ডিসেম্বর মাস জুড়ে চলবে, “আমার বস” পিছিয়ে দিন”।’

Bohurupi movie is still going housefull despite of pushpa 2

দর্শকরাও প্রশংসায় পঞ্চমুখ: শিবপ্রসাদ আরো লেখেন, ‘রাজকুমার দামানীর কথাই সত্যি হলো। ধন্যবাদ দর্শকদের, ধন্যবাদ সিনেমা হলের মালিকদের এত ভালোবাসা এত শুভেচ্ছা বহুরূপীকে (Bohurupi) দেওয়ার জন্য।’ এই পোস্টের কমেন্ট বক্সেও প্রশংসা উপচে পড়েছে নেটিজেনদের। একজন লিখেছেন, ‘বহুরূপী আমার দেখা অন্যতম সেরা ছবি। ধন্যবাদ এত সুন্দর একটা ছবি উপহার দেওয়ার জন্য’। আরেকজন লিখেছেন, ‘বাংলা সিনেমার আবার স্বর্ণযুগ শুরু হোক আপনাদের হাত ধরে’।

আরো পড়ুন : পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে লুকিয়ে… ‘কুকম্ম’ করতে গিয়ে ধরা পড়েন রণবীর! কেরিয়ার লাটে ওঠে নায়িকার

এখনো খেল দেখাচ্ছে বহুরূপী: গত পুজোয় মুক্তি পেয়েছিল বহুরূপী (Bohurupi)। দূর্গোৎসব শেষ হয়ে যিশু উৎসব শুরু হওয়ার মুখে। এখনো প্রেক্ষাগৃহ থেকে নড়ার নাম করছে না বহুরূপী। সারা দেশেই বর্তমানে দাপট দেখাচ্ছে ‘পুষ্পা ২’। বাংলার বক্স অফিসেও প্রভাব দেখা যাচ্ছে পুষ্পারাজের। কিন্তু বহুরূপীর (Bohurupi) সঙ্গে কিছুতেই এঁটে উঠতে পারছে না দক্ষিণের রক্তচন্দনের চোরাকারবারি। বাংলায় এখনো দাপট ধরে রেখেছে বহুরূপী।

আরো পড়ুন : অস্কার থেকে ‘লাপাতা’ লেডিস, ইমন কি রাখতে পারলেন বাঙালির মুখ? প্রকাশ্যে অস্কারের সংক্ষিপ্ত তালিকা

প্রসঙ্গত, উইন্ডোজ প্রোডাকশনের আসন্ন ছবি ‘আমার বস’। শিবপ্রসাদ নন্দিতার এই ছবির হাত ধরে কামব্যাক করছেন রাখী গুলজার। শিবপ্রসাদ জানান, চলতি বছরেই এই ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বহুরূপী এখনো যেভাবে বক্স অফিস কাঁপাচ্ছে, এমতাবস্থায় আমার বস এর মুক্তি পেছোতে হচ্ছে বলে জানান তিনি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর