ফের তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বোমা উদ্ধার নারায়ণগড়ে

 

পশ্চিম মেদিনীপুর:- ফের তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বোমা উদ্ধার নারায়ণগড়ে। বুধবার ভোরে নারায়ণগড় থানার তেঁতুলিয়া ভুমজান গ্রামে হঠাৎই বিস্ফোরণের আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। এরপর গ্রামবাসীরা বেরিয়ে এলে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে থেকে মুখে কালো কাপড় পড়া বেশ কিছু দুষ্কৃতী পালিয়ে যায়। এরপরেই বিক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা।

 

ঘটনাস্থলে পুলিশ এসে তৃণমূল কার্যালয়ের ভেতর থেকে ৬ টি তাজা বোমা উদ্ধার করে। গ্রামবাসীদের অনুমান সারারাত বোমা বাধার কাজ চলছিল ওই পার্টি অফিসে। পুলিশ এলে গ্রামবাসীরা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। প্রসঙ্গত নারায়ণগড় ব্লকের বিভিন্ন গ্রামে এর আগেও বহুবার বোমা মজুতের অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। এক বছর আগেই নারায়ণগড় ব্লকের মকরামপুর এর তৃণমূলের দলীয় কার্যালয়ে বিস্ফোরণের ঘটনায় মারা যায় তিন তৃণমূল কর্মী।

IMG 20190814 WA0023
শাসকদলের বিরুদ্ধে বোমা মজুদ করার অভিযোগ তুলে ইতিপূর্বে সরব হয়েছে বিজেপিও। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ গ্রামবাসীদের। পুলিশের মদতেই নারায়ণগড় কার্যত বারুদের স্তূপে পরিণত হচ্ছে বলে দাবি বিজেপির। যদিও পুরোটাই বিজেপির চক্রান্ত বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে এভাবে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নারায়ণগড় এলাকায়॥

Piyali

সম্পর্কিত খবর