অতিরিক্ত মোদী প্রেমের জন্য তুমুল ট্রোল! ৫০ টি ফ্লপ ছবি করেও ইনিই বলিউডের হিট মেশিন

বাংলা হান্ট ডেস্ক : ছবিতে যে শিশুকে দেখা যাচ্ছে তিনি এই মুহূর্তে ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেতা (Akshay Kumar)। প্রত্যেক বছর একাধিক সিনেমায় অভিনয় করে থাকেন তিনি। কোনো কোনো বছর তিন-চারটে সিনেমায়ও অভিনয় করতে দেখা যায় এই অভিনেতাকে (Akshay Kumar)। খান কিংবা কাপুর নন বলিউডের (Bollywood) এই সুপারস্টার নিজেই একজন ব্র্যান্ড।

মোদী ঘনিষ্ঠ এই অভিনেতা (Akshay Kumar) বলিউডের হিট মেশিন

অভিনয়ের পাশাপাশি হামেশাই চর্চায় উঠে আসে তাঁর মোদি প্রেম। সরাসরি রাজনীতির সাথে যুক্ত না থাকলেও এই অভিনেতাকে বিজেপি ঘনিষ্ঠ বলেই মনে করা হয়। যা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও চলে দেদার ট্রোলিং। বিগত কয়েক বছর ধরে লাগাতার কোন হিট সিনেমা উপহার দেননি এই অভিনেতা।  একটা সময় তাঁর ফ্লপ সিনেমার মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি ভারত ছেড়ে কানাডার বাসিন্দা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

জানা যায় সেই সময় এই বলিউড সুপারস্টার এর ১৪-১৫ টা সিনেমা টানা ফ্লপ করেছিল। তাই খাতায়-কলমে কানাডার নাগরিক হওয়ায় এই অভিনেতাকে অনেকেই ট্রোল করে ‘কানাডা কুমার’-ও  বলতেন। হ্যাঁ ঠিকই ধরেছেন এখানে কথা হচ্ছে বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারকে (Akshay Kumar) নিয়েই। একসময় যখন অক্ষয়ের কেরিয়ারে সময় খুবই খারাপ যাচ্ছিল একের পর ফ্লপের ডুবে যাচ্ছিল তাঁর কেরিয়ার সেই সময় অভিনেতার এক বন্ধু যিনি কানাডার বাসিন্দা তিনি তাঁকে পরামর্শ দিয়েছিলেন কানাডায় এসে নতুন করে ক্যারিয়ার শুরু করার জন্য।

কিন্তু সেই দেশের আইনি ব্যবস্থাপনার কাজ শেষ হওয়ার আগেই বলিউডে দু’দুটো সিনেমা হিট করে যায় অক্ষয়ের। ব্যাস তারপরেই তাঁর কানাডা যাওয়া ক্যান্সেল হয়ে যায়। সেসময় অক্ষয়ের দাবি ছিল তিনি নাকি এক প্রকার ভুলেই গিয়েছিলেন নথি বদলের কথা। যদিও পরবর্তীতে এই অভিনেতা বাধ্য হন ভারতের নাগরিক হওয়ার জন্য।

আরও পড়ুন : আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মনোজ মিত্র! কি হয়েছে বর্ষীয়ান অভিনেতার?

প্রসঙ্গত ২০১০ থেকে কুড়ি সাল এই বছরে দশ বছরে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন অক্ষয়। এছাড়াও ২০২০ সালের পর থেকে মোট ১৫ টি ছবি মুক্তি পেয়েছে তাঁর । তার মধ্যে হিট করেছে মাত্র দুটি। ‘সূর্যবংশী’ এবং ‘ওএমজি ২।  তাই লাগাতার একের পর এক ফ্লপ সিনেমায় অভিনয় করে এই মুহূর্তে চিন্তায় রয়েছেন অভিনেতা নিজেও।

Akshay 2

এ প্রসঙ্গে আক্ষেপের সুরে অক্ষয় নিজেও বলেছিলেন, ‘মায়ের মৃত্যুর পর আমার আর একটাও ছবি হিট করেনি। এখনও শুটিং শেষে মায়ের ঘরে গেলেই আমার চোখে জল এসে যায়।’ এখন দেখার আবার কবে স্বমহিমায় কামব্যাক করেন বলিউডের এই হিট মেশিন।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর