আর নেই অক্ষয় কুমার! একেরপর এক শোকবার্তা পেয়ে স্তম্ভিত বলিউডের ‘খিলাড়ি’

বাংলা হান্ট ডেস্ক: সেলিব্রেটিদের জীবনে বিতর্ক (Controversy) একেবারে নাছোড়বান্দা। তারকাদের নামের সাথে হামেশাই এমন নানান ধরনের কথা জুড়ে দেওয়া হয় যা একেবারে ভিত্তিহীন।কিন্তু তাই বলে মৃত্যুর (Death News) মতো এমন সংবেদনশীল বিষয় নিয়ে রসিকতা করা নিঃসন্দেহে নিন্দনীয়। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে বলিউডের  (Bollywood) খিলাড়ি অর্থাৎ অক্ষয় কুমারের (Akshay Kumar) সাথে।

অক্ষয় কুমারের (Akshay Kumar) মৃত্যু সংক্রান্ত ভুয়ো খবর

বিগত বেশ কিছুদিন ধরেই তাঁর কাছে আসছে মৃত্যু সংক্রান্ত বিভিন্ন ধরনের মেসেজ। সেখানে বলা হচ্ছে অভিনেতা নাকি আর জীবিত নেই। কিন্তু কেন এমন গুজব ছড়ানো হচ্ছে? এ বিষয়ে সম্প্রতি মুখ খুলে ছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar) নিজেই।

এদিন অভিনেতা দাবি করেছেন  ইদানিং তার কাছে যে সমস্ত মেসেজ আসছে তা থেকে তিনি বুঝতে পারছেন অনেকেই মনে করেছেন যে তিনি আর জীবিত নেই। কিন্তু সবাইকে আশ্বস্ত করে অভিনেতা এদিন  বলেছেন, ‘আমি মরে যাইনি। মানুষের মৃত্যুর পরে পরিবারকে যে ধরনের শোকবার্তা পাঠানো হয়, আমার কাছে সেগুলি আসছে।’

আরও পড়ুন: দীর্ঘ স্ট্রাগলের পর অবশেষে স্বপ্নপূরণ, কলকাতায় বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন ‘মিঠিঝোরা’র নায়ক সুমন

এমনকি একজন সাংবাদিকের কাছ থেকেও নাকি একই বার্তা পেয়েছেন অভিনেতা। তাঁর কথায় ‘এক সাংবাদিকও আমাকে লিখে পাঠিয়েছেন, ‘চিন্তা কোরো না। তুমি শীঘ্রই ফিরে আসবে।’ পাল্টা উত্তরে অক্ষয় তার কাছে জানতে চেয়েছেন, ‘আমাকে এমন কেন লিখে পাঠাচ্ছ? আমি কোথাও যাইনি। আমি এখানেই আছি এবং আমি কাজ করতে থাকব।’

Akshay 1

প্রসঙ্গত অক্ষয় হলেন বলিউডের ব্যাস্ততম একজন অভিনেতা। সারাবছর ঠাসা কাজ থাকে তাঁর হাতে। বিগত কয়েকদিন ধরেই বক্স অফিসে মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত একাধিক সিনেমা। কিন্তু কোনোটাই আজ পর্যন্ত সেভাবে সাফল্যের মুখ দেখেনি। তবে অভিনেতা মনে করেন সিনেমা সাফল্যের মুখ না দেখলেও, কাজ কোনও ভাবেই ছাড়া যাবে না। তাঁর কথায়, ‘যে যা খুশি বলুক। ঘুম থেকে উঠে, কাজ করতে হবে। কাজ হয়ে গেলে আবার ঘরে ফিরতে হবে। যেটুকু অর্থ উপার্জন করি, নিজের ক্ষমতায় করি। কারও থেকে কিছু চেয়ে করি না। আমাকে একেবারে শেষ করে না দিলে আমি কাজ করেই যাব।’


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর