‘ইন্ডিয়া নয় ভারত’, বিতর্কের মাঝেই ইঙ্গিতপূর্ণ টুইট অমিতাভ বচ্চনের

বাংলা হান্ট ডেস্ক : ‘ইন্ডিয়া’ (India) বনাম ‘ভারত’ (Bharat) বিতর্ক বিগত কয়েকদিন ধরেই বেশ তুঙ্গে। আর এই বিতর্কে ঘি ঢেলেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর টুইট। জি২০ উপলক্ষে দেশের সমস্ত রাজনৈতিক দলের কাছে যে আমন্ত্রণ পত্র গেছে তাতে বড় বড় করে ইংরেজিতে লেখা ‘প্রেসিডেন্ট অব ভারত’। এই ঘটনার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের পাখির চোখ দেশের নাম বদলে শুধু ‘ভারত’ করার দিকে।

বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতানেত্রীদের পাশাপাশি সাধারণ মানুষ সকলেই নিজেদের মতামত রাখতে শুরু করে দিয়েছে। মত প্রকাশ করেছেন খেলার জগতের মানুষরাও। আপাতত মিশ্র প্রতিক্রিয়া মিলছে সাধারণ মানুষদের তরফ থেকে। বেশিরভাগ মানুষ ‘ভারত’র পক্ষে হলেও কিছু কিছু মানুষ বিরুদ্ধ মত-ও পোষণ করছে বৈকি।

কানাঘুষা খবর, দেশের নাম ‘ইন্ডিয়া’ থেকে ‘ভারত’ করার জন্য সংসদের বিশেষ অধিবেশনে রেজোলিউশন আনতে পারে সরকার। যদিও এতদিন বিনোদন জগত এই চর্চার অংশ ছিলনা। তবে সম্প্রতি সেই চর্চায় বলিউডের নাম টেনে এনেছেন বিগ বি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। এমনিতে দেশের রাজনৈতিক ব্যাপার স্যাপার থেকে একটু দুরেই থাকেন শাহেনশাহ। তবে এবার বোধহয় আর সেটা পারলেননা।

আরও পড়ুন : তৃতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর! ভাইরাল ছবি ঘিরে হইচই সোশ্যাল মিডিয়ায়

1200 675 19436002 thumbnail 16x9 amitabh bachchan tweets

গত মঙ্গলবার বেলা ১ টা নাগাদ টুইটার তথা এক্স-এ ভারতের জাতীয় পতাকার ইমোজি সহ একটি পোস্ট করেছেন তিনি। যেখানে স্পষ্ট ভাষায় গোটা গোটা অক্ষরে লেখা “ভারত মাতা কী জয়”। সকালবেলা রাষ্ট্রপতির আমন্ত্রণ পত্র আর দুপুর বেলায় অমিতাভের এই টুইটকে বেশ প্রাসঙ্গিক বলেই মনে করছে নেটিজনরা। কেউ বলছে, এতে অমিতাভ সহমত পোষণ করছে তো কেউ বলছে সরকারকে তুষ্ট রাখতেই এই পোস্ট।

আরও পড়ুন : নুসরতের পর ফ্ল্যাট প্রতারণা মামলায় ED-র নজরে আরও এক নামি অভিনেত্রী, পাঠানো হল সমন

 

যদিও এরপর এই বিষয়ে আর একটি শব্দও খরচ করেননি অভিনেতা। এদিকে এই বিষয়ে খোলাখুলি পোস্ট করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। তিনি লিখেছেন, ”আমি সর্বদাই বিশ্বাস করেছি যে, নাম একটাই হওয়া উচিত। আমরা ভারতীয়। ইন্ডিয়া নাম ব্রিটিশদের দেওয়া।” তাকে সমর্থন করেছে দেশের বহু মানুষ। তবে একেবারেই বিরোধিতা কেউ যে করেনি এমনটাও নয়।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর