১০০০ কোটির আর্থিক দুর্নীতিতে নাম উঠে এল গোবিন্দার! আইনি জটিলতায় হিরো নম্বর ওয়ান

বাংলা হান্ট ডেস্ক : বিনোদনের জগৎ আর দুর্নীতি যেন সমার্থক শব্দ হয়ে ওঠেছে। বলিপাড়ায় (Bollywood) একসময় দাউদ ইব্রাহিমের মতো ইসলামিক আতংকবাদীর রমরমা চলেছে। আজও বলিউডকে ঘিরে একাধিক সমস্যা শোনা যায়। একই কেলেঙ্কারি বাংলার বিনোদন জগতেরও। এখানে আবার নিয়োগ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে স্ব-ঘোষিত ‘ইন্ডাস্ট্রির লিডিং হিরো’ বনি চক্রবর্তীর। ফ্ল্যাট দুর্নীতিতে নাম জড়িয়েছে নুসরত জাহানের।

বলিপাড়াতেও হালফিলে কম কেলেঙ্কারি সামনে আসেনি। জ্যাকলিন ফার্নান্দিজ ২০০ কোটির আর্থিক দুর্নীতির চক্করে ED এর দর্শন পান। কিন্তু এবার নাম জড়িয়েছে গোবিন্দার (Govinda)। ১০০০ কোটির অনলাইন পঞ্জি কেলেঙ্কারিতে ওড়িশা পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা বা EOW-র জেরার মুখে পড়তে হবে বিখ্যাত অভিনেতাকে।

বিষয়টি নিয়ে তদন্তকারীরা জানাচ্ছেন যে, একাধিক দেশে ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করা টেকনো অ্যালায়েন্স নামের একটি কোম্পানির সাথে নাম আসছে বলি সুপারস্টার গোবিন্দারও। আসলে এই কোম্পানির হয়ে বিভিন্ন বিজ্ঞাপনী প্রচারে দেখা যায় তাকে। আর সেই কারণে গোবিন্দাকে জিজ্ঞাসাবাদ করার জন্য মুম্বাইতে বিশেষ দল পাঠানো হবে। অর্থনৈতিক অপরাধ দমন শাখার আধিকারিক জেএন পঙ্কজ জানান একথা।

আরও পড়ুন : সেরা তিনে নেই ‘জগদ্ধাত্রী’, বেঙ্গল টপার কে? রইল ওলট পালট করা TRP

তবে গোবিন্দা যে এক্ষুণি এই মামলায় সন্দেহভাজন নন সেকথাও স্পষ্ট করে দিয়েছেন তারা। কেবল তদন্তের স্বার্থেই জেরা করা হবে অভিনেতাকে। যদিও তদন্তে যদি তার নাম জড়িয়ে পড়ে তাহলে পুলিশ বড় পদক্ষেপ নিতে পারে বলেও জানান আধিকারিকরা। একইসাথে বিদেশি এক নাগরিকের নামও সামনে আসছে।

আরও পড়ুন : ‘বিয়েটা ছেলেখেলা নয়’, ইন্ডাস্ট্রিতে ডিভোর্সের বহর দেখে বিষ্ফোরক মধুবনী

govinda 141040903 16x9

সূত্রের খবর, ওড়িশার ভদ্রক, বালাশোর,ভুবনেশ্বর, ময়ূরভঞ্জ-সহ একাধিক এলাকা থেকে প্রায় ৩০ কোটি টাকা তুলেছে এই সংস্থাটি। কম করে দশ হাজার মানুষ এই সংস্থায় ইনভেস্ট করেছিল। এছাড়াও, বিহার, উত্তর প্রদেশ, সহ একাধিক রাজ্যের বহু মানুষের সাথে প্রতারণা করেছে এই সংস্থা। ইতিমধ্যেই পুলিশ এই সংস্থান প্রধান গুরতেজ সিং সিধু এবং ওড়িশার প্রধান নিরোদ দাসকে গ্রেফতার করেছে। সংস্থার মালিক হাঙ্গেরির ডেভিড গেজের বিরুদ্ধে লুকআউট সার্কুলারও জারি করা হয়েছে বলে খবর।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর