মুম্বইয়ের সঙ্গে POK এর তুলনা, কঙ্গনাকে টুইটারে তুলোধনা বলিউড তারকাদের

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: ফের বেফাঁস মন্তব‍্যের জন‍্য কঙ্গনা রানাওয়াতের (kangana ranawat) উপর খাপ্পা হল বলিউড (bollywood) তারকারা। মুম্বইয়ের (mumbai) সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের (POK) তুলনা টানায় ‘কুইন’ অভিনেত্রীর বিরুদ্ধে সোশ‍্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন সোনু সূদ (sonu sood) থেকে স্বরা ভাস্কর (swara bhaskar), রিচা চাড্ডা সহ একাধিক বলিউড ব‍্যক্তিত্ব। কেউ বা নাম না করে আবার কেউ সোজাসুজি তোপ দেগেছেন কঙ্গনাকে।

সোনু সূদের সঙ্গে কঙ্গনার বিরোধ সেই ‘মণিকর্ণিকা’ ছবি থেকে। অবশ‍্য এতদিন অভিনেত্রীর বিরুদ্ধে এতদিন তেমন কিছু না বললেও এবার প্রিয় শহর মুম্বইয়ের সমর্থনে মুখ খুললেন সোনু। নাম না করে তিনি টুইট করেন, ‘মুম্বই… এই শহর ভাগ‍্য বদলে দেয়। সেলাম করলে সেলামি পাবে’‌।

২০১৯ লোক সভা নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়েছিলেন উর্মিলা মাতন্ডকর। কঙ্গনাকে তীব্র ভর্ৎসনা করে তিনি টুইট করেন, ‘ভারতের সাংস্কৃতিক ও বুদ্ধিজীবীদের শহর মুম্বই। শিবাজি মহারাজের স্থান। লক্ষ লক্ষ ভারতীয়র খাবার জুগিয়েছে মুম্বই, তাদের নাম, যশ দিয়েছে। শুধুমাত্র অকৃতজ্ঞরাই একে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করতে পারে। লজ্জা ও ঘৃণা হচ্ছে।’

কঙ্গনাকে সোজাসুজি তোপ দেগে অভিনেত্রী রেনুকা সাহানে লিখেছেন, ‘কঙ্গনা, মুম্বইতে এসেই তোমার বলিউড তারকা হওয়ার স্বপ্ন পূরন হয়েছে। এটুকু সম্মান তোমার কাছ থেকে পাওয়ার আশা ছিল। এটা খুবই লজ্জার যে ভাবে তুমি মুম্বইকে POK এর সঙ্গে তুলনা করলে।’

দিয়া মির্জা লেখেন, ‘মুম্বই মেরি জান। দীর্ঘ ২০ বছর এখানে থেকেছি ও কাজ করেছি। ১৯ বছর বয়সে একাই এখানে থাকতে এসেছিলাম। দু হাত বাড়িয়ে এই শহর আমাকে গ্রহণ করেছে ও সুরক্ষিত রেখেছে।’

স্বরা ভাস্করও কটাক্ষ করতে ছাড়েননি কঙ্গনাকে। তিনি লেখেন, ‘একজন আউটসাইডার, স্বনির্ভর মহিলা ও মুম্বইবাসী হয়ে বলছি এই শহর থাকা ও কাজের ক্ষেত্রে অন‍্যতম সুরক্ষিত। মুম্বই পুলিসকে ধন‍্যবাদ আমাদের সুরক্ষার জন‍্য তাদের কঠোর পরিশ্রমের জন‍্য।’

‘ফুকরে’ অভিনেত্রী রিচা চাড্ডা লেখেন, ‘মুম্বই সত‍্যিই অসাম্প্রদায়িক। দিল্লিতে বড় হয়েছি। আমি বলে বোঝাতে পারব না এই শহর কতটা সুরক্ষিত মনে হয় একজন মহিলা হিসাবে। বাণিজ‍্যিক ও বিনোদনের রাজধানী। এই শহরের হৃদয় এতই বড় যে অকৃতজ্ঞদের ক্ষমা করে দিতে পারে’।

https://twitter.com/RichaChadha/status/1301445958081736705?s=19

প্রসঙ্গত, বৃহস্পতিবার কঙ্গনা একটি টুইটে লেখেন, ‘শিবসেনা নেতা সঞ্জয় রাউত আমাকে খোলাখুলি হুমকি দিয়েছেন এবং বলেছেন মুম্বই ফেরত না আসতে। প্রথমে মুম্বইয়ের রাস্তায় আজাদির গ্রাফিটি আর এখন খোলাখুলি হুমকি। মুম্বই পাক অধিকৃত কাশ্মীরের মতো হয়ে গিয়েছে কেন?’

https://twitter.com/KanganaTeam/status/1301413968729210880?s=19

উল্লেখ‍্য, শিবসেনা নেতা সঞ্জয় রাউত দলের মুখপত্র সামনাতে কঙ্গনাকে কটাক্ষ করে লেখেন, উনি মুম্বইতে থাকেন অথচ এখানকার পুলিসদের উপর ভরসা করতে পারছেন না। সমালোচনা করছেন। এটা লজ্জাজনক। সঞ্জয় রাউত লেখেন, ‘আমি অনুরোধ করছি কঙ্গনা যেন মুম্বই ফেরত না আসেন। এটা মুম্বই পুলিসের অপমান ছাড়া আর কিছুই নয়। স্বরাষ্ট্র মন্ত্রককে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানালাম।’ এর পরিপ্রেক্ষিতেই টুইট করেন কঙ্গনা রানাওয়াত।

সম্পর্কিত খবর

X