পাঁচ মাসের অন্তঃসত্ত্বা কালকি কোচলিন

 

বাংলা হান্ট ডেস্ক: অনুরাগ কাশ্যপের সঙ্গে বিচ্ছেদের পর ইজরায়েলি পিয়ানো বাদক গাই হার্সবার্জের সঙ্গে সম্পর্কে জড়ান কল্কি। এবার তার সন্তানেরই মা হতে চলছেন কলকি কোচলিন।এক সংবাদমাধ্যম কে নিজেই সেই কথা জানান তিনি।মাতৃত্বের স্বাদ কিভাবে তার মধ্যে পরিবর্তন এনেছে সেই বিষয় তিনি বললেন, “অবশ্যই পরিবর্তন অনুভব করছি। আমি এখন অনেক বেশি শান্ত, স্বাধীন, ধৈর্যশীল হয়েছি আমি।” মাতৃত্ব যে তাঁর জীবনে এক নতুন মাত্রা যোগ করেছে তাও বললেন তিনি।কিন্তু অন্তঃসত্বা হয়ে কাজকে কোনোভাবেই বিদায় জানাতে চান না এই অভিনেত্রী। এই বিষয় তিনি বলেন,“আমি অবশ্যই কাজ করতে চাই। তবে আগের থেকে কম।” ‘তবে বলি টাউনের ইদুর দৌড়ে কাজ করার কোনো ইচ্ছা নেই তার।তিনি কোনো প্রতিযোগিতায় ইচ্ছুক নন তাও জানালেন স্পষ্ট।

IMG 20190929 141041

কিন্তু কিছু বছর আগে মা হতে নারাজ কলকি হঠাৎ কেন মন বদল করে এই সিদ্ধান্ত নিলেন সেই বিষয় নায়িকা বললেন,  “আমি নিজেও জানিনা কখন আমার ইচ্ছাগুলো বদলে যেতে শুরু করেছিল। অনুরাগের সঙ্গে আমার ব্রেক আপের পর পুরনো ভাবনাগুলোকে নতুন করে জানতে শুরু করি আমি।”সিজারিয়ান থেকে সন্তান প্রসবের ক্ষেত্রে ওয়াটার বার্থ এ বেশী বিশ্বাসী তিনি। কিন্তু এখনও বিয়ের বিষয় কোনো প্ল্যান জানাননি তিনি।

সম্পর্কিত খবর