ডেলিভারি রুমেই হারিয়েছেন সদ্যজাতকে! কান্নায় ভেঙে পড়লেন সেলিনা জেটলি

Published On:

বাংলা হান্ট ডেস্ক : কথাতেই আছে নাড়ী ছেঁড়া টান। জন্মের সময় গর্ভে থাকা অবস্থাতেই তৈরি হয়ে যায় মা আর সন্তানের অটুট বন্ধন। আর সেই বন্ধনের মায়া কাটিয়েই চলে গেছেন সেলিনা জেটলির (Celina Jaitley) একরত্তি সন্তান। ধরাধামে ভূমিষ্ঠ হতে না হতেই ঈশ্বর তাকে ডেকে নিয়েছিলেন নিজের কাছে। সম্প্রতি সেই দুর্বিসহ দিনের কথাই ভক্তদের সামনে তুলে ধরেছেন এই বলি তারকা।

গত বুধবার ইনস্টাগ্রামে সেলিনা যে পোস্টটি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে বুকের কাছে তিনি ধরে আছেন সদ্যজাত ছেলেকে। তার পাশে বসে রয়েছেন স্বামী পিটার। এইদিন অতীতের কথা স্মরণ করে সেলিনা জানিয়েছেন, তিনি তার দ্বিতীয় গর্ভাবস্থার ৩২ সপ্তাহে প্রসবের সময় এই দূর্ঘটনার সম্মুখীন হন। হৃদরোগের কারণে মৃত্যু হয় তার সদ্যোজাতের।

ছবিগুলি শেয়ার করে সেলিনা লিখেছেন, ‘আমাদের জীবনের এই পর্বের সঙ্গে মানিয়ে নিতে আমার পাঁচ বছর সময় লেগেছে। কিন্তু, অনেক কষ্ট করে এটা সম্পর্কে কথা বলার মতো সাহস জোগাড় করেছি। পিটার এবং আমি চাই এই ধরনের পিতামাতারা জানুক যে তারা এর মধ্য দিয়ে যেতে পারে। ব্যক্তিগত অভিজ্ঞতায় আমরা দু’জনেই নিশ্চিত যে আপনার প্রি ম্যাচিউওর বেবির বেঁচে থাকার লড়াই কতটা। বিশ্বাস এবং প্রার্থনার শক্তি এবং মানুষের মধ্যে আত্মার লড়াই।’

অভিনেত্রীর আরও সংযোজন, ‘গর্ভাবস্থার ৩৭ সপ্তাহ সম্পূর্ণ হওয়ার আগে জীবিত জন্ম নেওয়া শিশুকে প্রিটার্ম বলে সংজ্ঞায়িত করা হয়। শমসেরের হার্টের অবস্থার কারণে ওকে আমরা হারাই। পিটার এবং আমার জন্য এটি খুব কঠিন ছিল। আমাদের অভিজ্ঞতার ভাল দিন এবং খারাপ দিনের খাতায় লেখা থাকবে। পিটার এবং আমি শমসেরকে হারানোর পর কয়েক মাসের জন্য দুবাইয়ের একট হাসপাতালে চলে গিয়েছিলাম। হতাশা, তীব্র দুঃখ, নার্ভাসনেস, অপরাধবোধ, ভালবাসার অনুভূতি আমাদের ঘিরে রেখেছিল।’

 

View this post on Instagram

 

A post shared by Celina Jaitly (@celinajaitlyofficial)

 

পাশাপাশি এরকম সমস্ত মা বাবার কথা বলেছেন তিনি যারা এরকম যন্ত্রণার মধ্য দিয়ে গেছে। সেলিনার কথায়, এই সময়টা বাবা এবং মায়ের একে অপরের পাশে থাকাটা খুবই প্রয়োজন। কষ্ট, দুঃখ, প্রতিকূলতা আসে বারবার। পৃথিবীটা কষ্টে পরিপূর্ণ। তবুও এসব কাটিয়ে ওঠার নামই হল জীবন।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X