মাদক মামলা দায়ের করার ভয় দেখিয়ে ৪০ লক্ষ টাকা দাবি, ভুয়ো NCB আধিকারিকের ভয়ে আত্মঘাতী বলিউড অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক: গত বছর থেকেই বলিউডে মাদক মামলা (drug case) নিয়ে তোলপাড় চলছে। সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুর পর মাদক মামলার তদন্তের ভার নিয়েছিল নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরো (NCB)। চলতি বছরেও মাদক মামলায় নাকানি চোবানি খেতে হয়েছে শাহরুখ খান পুত্র আরিয়ান খানকে। আর এবারে ভুয়ো NCB আধিকারিকদের খপ্পরে পড়ে আত্মঘাতী হলেন বলিউডের এক অভিনেত্রী।

জানা যাচ্ছে, গত ২০ ডিসেম্বর থেকে এই ঘটনার সূত্রপাত। সেদিন এক হুক্কা পার্লারে বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন ওই অভিনেত্রী। তখনি নিজেদের NCB আধিকারিক বলে পরিচয় দেন দুই ব‍্যক্তি। অভিযুক্তরা নানা ভাবে অভিনেত্রীকে হুমকি দিতে থাকে। তাঁর বিরুদ্ধে মাদক মামলা করার হুমকিও দেওয়া হয়।

aryan ncb 1
আরো জানা যাচ্ছে, মাদক মামলা এড়ানোর জন‍্য অভিযুক্তরা অভিনেত্রীর থেকে প্রথমে ৪০ লক্ষ টাকা দাবি করে। তারপর কমাতে কমাতে তা ২০ লক্ষে এসে দাঁড়ায়‌। নাগাড়ে হুমকি পেতে পেতেই শেষমেষ ওই অভিনেত্রী আত্মহত‍্যার পথ বেছে নেয় বলে অনুমান পুলিস সূত্রে।

আপাতত দুই অভিযুক্ত সুরজ পরদেশাই ও প্রবীণ ভালিম্বেকে গ্রেফতার করেছে পুলিস। তবে তাঁদের সঙ্গে আরো কয়েকজন জড়িত থাকতে পারে বলে সন্দেহ পুলিসের। গ্রেফতারির সংখ‍্যা আরো বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। হুক্কা পার্লারে অভিনেত্রীর সঙ্গে থাকা বন্ধুবান্ধবদেরও জিজ্ঞাসাবাদের জন‍্য পুলিস আটক করেছে।

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ১৭০, ৪২০, ৩৮৪, ৩৮৮, ৩৮৯, ৫০৬ ও ১২০ বি ধারায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ‍্যেই এই ঘটনায় NCB র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মহারাষ্ট্র সরকারের মন্ত্রী নবাব মালিক। তিনি দাবি করেছেন, NCB প্রাইভেট আর্মি তৈরি করে নিরপরাধ মানুষদের হেনস্থা করছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর