ববাংলা হান্ট ডেস্ক: আজকাল PCOS সব মহিলাদের ক্ষেত্রে খুবই কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। খুব কম মহিলাই আছেন যাদের এই ধরনের সমস্যা নেই। আজকের এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে প্রত্যেকটা মেয়েদের কপালেই এই সমস্যা নিয়ে চিন্তার ভাঁজ দেখা যায়। অনেকেই এই সমস্যার কারণে বিষণ্ণতায়ও ভোগেন।
বিশেষজ্ঞরা বলছেন, “এটা কোনও রোগ বা ডিজিজ নয়। শরীরের একটা অবস্থা বলা যেতে পারে। PCOS (পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম) এমন একটি অবস্থা যা কোনও মহিলার হরমোন স্তরকে প্রভাবিত করে। মহিলাদের রক্তে উচ্চ মাত্রায় প্রোল্যাক্টিনের উপস্থিতি, মহিলাদের মধ্যে অ্যান্ড্রোজেন বা পুরুষ হরমোনের মাত্রা বেড়ে যায়। এর ফলে PCOS হয়। শরীরে কিছু উপসর্গ দেখা দেয়, যেমন- শরীরে অবাঞ্ছিত লোম, মাথার চুল উঠে যাওয়া, মুখে ব্রণ, পিরিয়ডে বিলম্ব, হৃদরোগ এবং ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা দেখা যায়, এছাড়াও, কিছু ক্ষেত্রে গর্ভপাতের সমস্যাও দেখা যায়। অনেকের ডিম্বাশয়ে এত বেশি ডিম থাকে, যা বেরোতে পারে না। সেই ডিমের ঘরগুলোকে সিস্টের মতো দেখায়। ছোট ছোট সিস্ট মালার মতো ডিম্বাশয়কে ঘিরে থাকে। সিস্ট আসলে জলভরা ছোট থলি। ডিম্বাশয়ে ডিম্বানু জমা হয় যা শরীর থেকে বেরোতে পারে না। আর একসাথে অনেক সিস্টকে বলা হয় পলিসিস্ট। আর এই সিস্টের জন্য ওভারির স্বাভাবিক কাজকর্ম ব্যহত হয়। একে বলে পলিসিস্টিক ওভারি। ডিম্বাশয়ের এই অবস্থার কারণে যেসব শারীরিক উপসর্গ দেখা যায়, তা হল পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম। রক্ত পরীক্ষা ও আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে PCOS ধরা যায়। জিনগত কারণ, পরিবেশগত কারণ, অনিয়মিত খাদ্যাভাস, অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার খাওয়া, উচ্ছৃঙ্খল জীবনযাপন, এছাড়াও আরও অনেক কারণের জন্য এই অসুখ হয়ে থাকে। একটি সমীক্ষায় দেখা গেছে, PCOS সাধারণত ১৫ থেকে ৮৮ বয়সের মহিলাদের মধ্যে দেখা যায়। এই বয়সের প্রায় ২ শতাংশ থেকে ২৬ শতাংশ মহিলার PCOS রয়েছে”।
বর্তমানে PCOS এতটাই সাধারণ হয়ে উঠেছে যে সারা আলি খান এবং সোনম কাপুরের মতো বলিউডের খ্যাতিমান ব্যক্তিরাও PCOS- র সাথে তাদের জীবনযাত্রার লড়াইয়ের কথা প্রকাশ্যে বলেছেন। এমনকি, দিব্যঙ্কা ত্রিপাঠি এবং বিদ্যা মালওয়াদের মতো টেলিভিশন অভিনেত্রীরাও এর পক্ষে সমর্থন করছেন এবং এই পরিস্থিতি সম্পর্কে সচেতনতা প্রদান করছেন।
https://www.instagram.com/p/B1qCqnQHKBG/?igshid=cy6gdkdphjj7
সেপ্টেম্বর মাসকে PCOS সচেতনতামূলক মাস হিসেবে পালন করা হয়। সম্প্রতি ওজিভা নামক ভারতের প্রথম ক্লিন-লেবেল সক্রিয় পুষ্টি ব্র্যান্ড একটি #MyPCOSStory নামক একটি অভিযান চালু করেছে। এই প্রচারাভিযানের উদ্দেশ্য হল PCOS সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া। খ্যাতিমান ব্যক্তিরাও এটির সমর্থন করেছেন এবং এই প্রচার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এতে অংশগ্রহণও করছেন। এই অভিযানকে সমর্থন করার জন্য, দিব্যঙ্কা ত্রিপাঠি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি PCOS সম্পর্কে সচেতনতা প্রদান করেছেন এবং মহিলারা এই বিষয়ে কতটা অসচেতন সেটাও তিনি বলেছেন।