বাংলাহান্ট ডেস্ক : হাঁটুর রোগ সারাতে নিজের প্রস্রাব পান করার কথা বলে আলোচনায় উঠে এসেছেন অভিনেতা পরেশ রাওয়াল (Paresh Rawal)। হাঁটুর ব্যথা সারাতেই নাকি তিনি একাজ করেছেন এবং হাতেনাতে ফলও পেয়েছেন তাঁর। প্রবীণ অভিনেতার বক্তব্য নিয়ে বিতর্ক শুরু হতেই এবার তাও সমর্থনে মুখ খুললেন আরেক বলিউড অভিনেত্রী। তাঁর দাবি, তিনিও একই কাজ করে সুফল পেয়েছেন। শুধু তাই নয়, একে অমৃত বলেও দাবি করেছেন তিনি।
পরেশ রাওয়ালের (Paresh Rawal) মন্তব্যকে সমর্থন বলিউড অভিনেত্রীর
অনু আগরওয়াল, সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রশ্নের মুখোমুখি হন। পরেশ রাওয়ালের (Paresh Rawal) প্রসঙ্গ উঠতে তিনি স্পষ্টই বলেন, অনেকেই এটা জানেন না। এটা সচেতনতার অভাব হতে পারে। কিন্তু প্রস্রাব পান করা বা ‘আম্রোলি’ আসলে যোগাভ্যাসের একটি মুদ্রা। এরপরেই অনু বলেন, “আমি নিজেও এটি অনুশীলন করেছি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, নিজের সম্পূর্ণ প্রস্রাব পান করবেন না। এর একটি নির্দিষ্ট অংশই পান করা হয়, যাকে অমৃত বলা হয়”।
বৈজ্ঞানিক ভিত্তি কী: অনুর দাবি, এটি ত্বকে বলিরেখা প্রতিরোধ করে। বার্ধক্য দূরে সরায়। তাঁকে যখন প্রশ্ন করা হয়, তাঁর দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে কিনা? পালটা অনু প্রশ্ন ছোড়েন, বিজ্ঞান কত বছরের পুরনো? ২০০ বছর? যোগ ১০ হাজার বছরের পুরনো। তাহলে কার কথা শুনবেন?
আরো পড়ুন : অথৈ জলে ছবির ভবিষ্যৎ, মুক্তির আগেই ভারতে নিষিদ্ধ ফাওয়াদ খান! রেহাই পেলেন না আতিফও
কী বলেছিলেন পরেশ: অন্যদিকে পরেশও (Paresh Rawal) জানান, হাঁটুর ব্যথা নিয়ে নানাবতী হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ভীরু দেবগণ তাঁকে দেখতে এসেই ওই পরামর্শ দিয়েছিলেন। তারপর থেকেই নিজের প্রস্রাব পান করা শুরু করেন পরেশ। অভিনেতা দাবি করেন, ১৫ দিন পান করেই সুফল দেখতে পেয়েছিলেন তিনি। তাঁর সুস্থ হতে যেখানে দু আড়াই মাস লাগার কথা ছিল, সেখানে তিনি মাত্র দেড় মাসেই সুস্থ হয়ে যান।
আরো পড়ুন : ‘পেটে দু পাত্তর পড়লেই…’ মদ্যপ হয়ে কী কাণ্ড করেছিলেন সলমন! গোপন কাণ্ড ফাঁস মিকার
তবে সোশ্যাল মিডিয়ায় ‘দ্য লিভার ডক’ নামে পরিচিত ডাক্তার সিরিয়াক অ্যাবি ফিলিপস পরেশের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, প্রস্রাব পান করার ফলে কোনো স্বাস্থ্যগত সুবিধা পাওয়া যায় এমন কোনো বিজ্ঞানভিত্তিক প্রমাণ নেই। তাই দয়া করে এমনটা না করাই ভালো।